কলকাতা: প্রতি ১০০ ধর্ষণে ৭৪ জন অভিযুক্তই শাস্তি পায় না। ধর্ষণ বিরোধী আইনের পক্ষে ফের সরব হলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার আরজি করের ঘটনার প্রতিবাদে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। সেদনই ওই সোশ্যাল মিডিয়ায় ওই পোস্ট করেন অভিষেক।
আরজি করে ধর্ষণ ও খুনের ঘটনা ঘটেছে ৯ অগাস্ট। তারপর থেকে ১৫ দিনে দেশে যেসব ধর্ষণের ঘটনা সংবাদমাধ্যমের নজরে এসেছে তার একটি কোলাজ তৈরি করেছেন অভিষেক। তিনি লিখেছেন, গোটা দেশ ধর্ষণের বিচার চেয়ে আন্দোলন করছে। এই কোলাজটিই বলে দিচ্ছে এই মুহূর্তে ভারতের পরিস্থিতি আসলে কীরকম। দেশে এই মুহূর্তে ধর্ষণ বিরোধী আইনের প্রয়োজন। পরিসংখ্যান বলছে, দেশে প্রতি ১০০ ধর্ষণের ঘটনায় ৭৪ জন শাস্তি পান না।
আরও পড়ুন: অ্যাপল ভারতে ৬ লাখ চাকরি দেবে
অভিষেক তুলে ধরেছেন, সংবাদ শিরোনামের কোথাও লেখা যোধপুর মন্দিরের বাইরে শুয়ে থাকা তিন বছরের শিশুকে ধর্ষণের কথা। কোথাও লেখা অসমে ১৪ বছরের কিশোরীকে টিউশন পড়ে ফেরার পথে ধর্ষণ। ওড়িশায় দুই রোগীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আইসিইউয়ের ডাক্তারের বিরুদ্ধে।-এই ঘটনাগুলি তুলে ধরে অভিষেক লিখেছেন, ভারতের এই পরিস্থিতির জবাব একটাই। কঠোর ধর্ষণ বিরোধী আইন প্রয়োজন। যা ৫০ দিনের মধ্যে ধর্ষণে অভিযুক্তের শুনানি ও দোষী সাব্যস্ত করার বিষয়টি নিশ্চিত করবে।
আরও খবর দেখুন