কলকাতা: আর জি করে তরুণী ডাক্তার খুন ও ধর্ষণের ঘটনায় রাজ্যের তৃণমূল সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। সেই আবহেই নরওয়েতে মহিলাদের বিষয়ে বক্তব্য রাখার জন্য ডাক পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নরওয়ের অসলোতে বক্তৃতা দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন সাংসদ অভিষেক। আগামী ১৭ থেকে ২২ নভেম্বর ওই কর্মসূচি চলবে। ‘দ্য রয়্যাল নরউইয়ান এম্ব্যাসি (Norwegian EmbassY)’ ও রাষ্ট্রসঙ্ঘের (মহিলা) পক্ষ থেকে ওই আমন্ত্রণ জানানো হয়েছে।
বক্তৃতায় নরওয়েতে বিভিন্ন প্রতিষ্ঠান, অংশগ্রহণকারীদের সামনে অর্থনৈতিক ও সামাজিক উন্নতির জন্য রাজনীতি সহ সব ক্ষেত্রে মহিলাদের সমান অংশগ্রহণ ও নেতৃত্ব দেওয়ার কথা তুলে ধরা হবে। সেখানে নরওয়েদের সংসদের প্রতিনিধি ও সেখানকার বিভিন্ন সরকারি প্রতিনিধিদের সঙ্গে এই বিষয়ে মত বিনিময় হবে। গত মার্চে নরওয়ের সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তি হয়েছে। ভবিষ্যতে এই ক্ষেত্রে বাণিজ্য প্রসারিত করতে আলাপচারিতাও হবে।-এই সংক্রান্ত কথা তুলে ধরে অভিষেককে বক্তৃতা দিতে আহ্বান করা হয়েছে।
আরও পড়ুন: দার্জিলিং যাচ্ছেন মুখ্যমন্ত্রী, করবেন জিটিএ-র সঙ্গে বৈঠক
দেখুন অন্য খবর: