Wednesday, July 2, 2025
HomeScrollজ্যোতিষ শাস্ত্র মতে ১২টি রাশির নিজস্ব বৈশিষ্ট্য আছে, জানুন বিস্তারিত
Astrology

জ্যোতিষ শাস্ত্র মতে ১২টি রাশির নিজস্ব বৈশিষ্ট্য আছে, জানুন বিস্তারিত

Follow Us :

জ্যোতিষ শাস্ত্র মতে ১২টি রাশির প্রত্যেকেরই বৈশিষ্ট্য আছে। রাশি বিচার করে প্রত্যেক জাতক/জাতিকার জীবনের ছোট বড় অনেক ঘটনা সম্পর্কে আগাম পূর্বাভাস পাওয়া যায়। সেই অনুযায়ী আমরা সতর্ক হতে পারি। রাশিতে কিন্তু বিভিন্ন রঙের এই বৈশিষ্ট্য আছে। অনেক সময় রঙ আপনার পার্সোনালিটি তুলে ধরতে সাহায্য করে। আবার আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। রাশির সাথে রঙের একটা বড় যোগসূত্র রয়েছে।

 

মেষ- মেষ রাশির অধিপতি মঙ্গল। আপনার শুভ রঙ লাল। লাল রঙ ভালোবাসা, শক্তি ও প্রজননের প্রতীক। বিপদ থেকে রক্ষা করে এই রং। নিজেকে সক্রিয় রাখা ও প্রয়োজনে বিপদ থেকে আপনাকে সাবধান হওয়ার ইঙ্গিত দেয় লাল রঙ। কর্মভাবে আলস্য ত্যাগ সাহায্য করে লাল। এই রাশির জাতক বা জাতিকা সর্বদাই উৎসাহী হিসেবে চিহ্নিত হয়। এরা সাধারণত নেতৃত্বস্থানীয় ব্যক্তিত্ব হয়। এরা বহিমুখী ব্যক্তিত্ব। কোনও একটা জায়গায় পৌঁছানোর জন্য এরা সর্বদাই দৃঢ়় প্রতিজ্ঞ।

আরও পড়ুন:প্রকাশ্যে ‘লাপাতা লেডিজ’ ছবির নতুন ঝকঝকে পোস্টার

বৃষ-বৃষ রাশিকে পৃথিবী তত্ত্বের রাশি বলা হয়ে থাকে। এই রাশির শুভ রঙ সবুজ। গাঢ় বা হালকা সবুজ, অথবা সবজে নীল রং আপনার জন্য শুভ। এই রাশিয়ার জাতকরা খুবই স্বাবলম্বী হয়। এরা নিষ্ঠার সঙ্গে কাজ করে। অধ্যাবসয় আর ধৈর্য এদের প্রচুর। এই রাশি লক্ষ্যে অবিচল থাকে। অসংযত আচরণ থেকে আনাকে রক্ষা করবে। কর্মভাবে উজ্বলতা আনবে। বাইরে বের হওয়ার সময় সবুজ রঙের পোশাক ব্যবহার করুন।

 

মিথুন- এই রাশিয়ার জাতক বা জাতিকা খুবই স্মার্ট ও আবেগপ্রবণ হয়। তবে মাঝে মাঝে এদের মধ্যে প্রবল হতাশা দেখা যায়। তবে মাঝে মাঝেই এরা বড় ধরনের সমস্যায় পড়ে। তবে ধুসর রঙটি এদের খুবই প্রিয়। তবে  মিথুন রাশির অধিপতি বুধ। তাই সবুজ রঙ এই রাশির জাতক/জাতিকাদের জন্য লাভজনক মনে করা হয়। হতাশা দূর করে, মনে আশার সঞ্চার করে এই রং। যারা হতাশায় ভুগছেন তাদের জন্য এই রং শুভ। আবার হলুদ রংও আপনার জন্য শুভ।

 

কর্কট- কর্কট রাশির জাতক/জাতিকাদের জন্য শুভ রং সাদা। সাদার ওপর রুপালির আস্তরণ থাকলে সেই রঙ আপনাদের জন্য সবচেয়ে বেশি উপকারে লাগে। চন্দ্র এই রাশির অধিপতি। চন্দ্র, মন ও অনুভূতিকে নিয়ন্ত্রিত করে। না হওয়া কাজ এই রঙের কারণে সফলতা আনে। এমনকী আপনার প্রেমেরে ক্ষেত্রে সহযোগি এই রঙ। এরা রহস্যময় ব্যক্তিত্ব। পাশাপাশি সংবেদনশীল। এরা নিজের আবেগ লুকিয়ে রাখতে পছন্দ করেন। প্রিয়জনকে খুব যত্ন করেন। কিন্তু নিজের প্রতি অনেকটাই উদাসীন।

 

 

সিংহ- সিংহ রাশির অধিপতি সূর্য। সূর্য সাফল্যের প্রতীক। প্রচলিত আছে যে, পরিশ্রমী ব্যক্তিদের সবসময় সাফল্য প্রদান করে সূর্য। গাঢ় লাল, সোনালী, কমলা ও গাঢ় হলুদ রং আপনার জন্য অত্যন্ত শুভ। এরা খুবই আশাবাদী হয়। এদের ইতিবাচক মনোভাব সকলের দৃষ্টি আকর্ষণ করে। যে কোনও পরিস্থিতিতে এরা নিজের ও পরিবারকে রক্ষা করার চেষ্টা করে।

 

 

কন্যা- কন্যা রাশি পৃথিবী তত্ত্বের রাশি। আপনার শুভ রং গাঢ় বাদামী, সাদা, সবুজ। আবার এই রাশির অধিপতি বুধ। তাই সবুজ রংও আপনার জন্য শুভ। সবুজ রং সুখ ও সমৃদ্ধির প্রতীক। এ ছাড়া গাঢ় নীল রং আপনাদের জন্য শুভ। নীল রং আপনার ব্যক্তিত্বর মধ্যে আত্মবিশ্বাস ফুটিয়ে তুলবে। এই রাশির জাতক বা জাতিকা খুব ইতিবাচক মনোভাবাপন্ন হয়। হার মানতে নারাজ থাকে। এরা মৃদুভাষী । সাদাই হল এদের শুভ রঙ। এরা খুব সচেতন হয়। আর সাদা হল সচেতনতার প্রতীক।

 

তুলা- তুলা রাশির অধিপতি শুক্র। সাদা, গোলাপি বা অফ হোয়াইট আপনার জন্য শুভ রং। আবার হালকা হলুদ রংও এই রাশির জন্য শুভ। এটি শান্তি ও সুখের প্রতীক। এদের জীবনযাত্রা সহজ সরল হয়। এরা শান্তিতে থাকতে চায়।

 

 

বৃশ্চিক- আপনার রাশির অধিপতি মঙ্গল। লাল, মেরুন এই রাশির জাতক/জাতিকাদের জন্য শুভ। কঠিন পরিস্থিতি থেকে মুক্তি দিতে সক্ষম এই রঙ। আবার কালো রংও কিছুক্ষেত্রে আপনার জন্য শুভ প্রমাণিত হবে। লাল এবং কালো রং আপনার গোপন শত্রু থেকে রক্ষা করে থাকবে। এরা চিন্তায় খুব বলিষ্ঠ হয়। এরা অত্যান্ত সাহসী। এই রাশির জাতক বা জাতিকা খুবই লাজুক স্বভাবের হয়।

 

ধনু- গাঢ় নীল ও বেগুনী রঙ এই রাশির জন্য শুভ। এই দুটি রঙই আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি করবে। কেউ অবসাদে দিন কাটালে এই রঙ ওই ব্যক্তির মন শান্ত করবে। আবার এই রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি। বৃহস্পতির শুভ রঙ হলুদ। হলদে রং ব্যবহারে আপনার যোগাযোগ বাড়বে এবং আর্থিক ভীত মজবুত হবে। ধনু রাশির ব্যক্তির হল সবথেকে আকর্ষণীয়। এরা খ্যাতি অর্জন করে।

 

মকর- মকর রাশির অধিপতি শনি। মনে রাখবেন শনি কাউকে কিছু দেয়ও না, আবার কেড়ে নেয় না। আপনার কর্মফলে উপর ফল দিয়ে থাকবে। তবে কিছু ক্ষেত্রে ফল দিতে বিলম্ব করে। তাই শনিকে বিলম্বকারক বলা হয়ে থাকে। কালো, গাঢ় বাদামী ও ধূসর রং আপনাকে কঠোর, স্থির ও বিশ্বস্ত করে তুলবে। এরা খুবই পরিশ্রমী হয়। এরা দ্রুত সাফল্য আর্জন করতে পারে।

 

কুম্ভ– জীবনে সাফল্য লাভের জন্য যে কোনও পর্যায় যেতে পারেন আপনারা। হালকা নীল, আকাশি নীল, সবজে নীল, সবুজ রং ও বিড়াল চক্ষু রং আপনার জন্য শুভ। এই রঙের পোশাক বা যেকোনো সামগ্রী ব্যবহারে আনার জন্য শুভ। এরা নিজেদের মতামত বলিষ্ঠকণ্ঠে প্রকাশ করতে পারে।

 

মীন- মীন রাশির অধিপতি বৃহস্পতি। বেগুনী রং এই রাশির জন্য শুভ। এছাড়া নীল, সাদা, হলুদ, সবুজ আপনার অর্থভাগ্যকে আরও মজবুত করবে। তবে বৃহস্পতি আপনার অধিপতি হওয়ার কারণে সব রঙই আপনাকে কিছু না কিছু সহযোগী তা করবে। এরা নিজেদের নিয়ে ব্যস্ত থাকে। বন্ধুত্বের প্রবণতা থাকে। তবে সবকিছুকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা এদের মধ্যে দেখা যায়। এদের শুভরং হল গোলাপি। গোলাপি রং বন্ধুত্ব ও দায়ের প্রতীক।

 

*ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Kasba Incident | কসবা কাণ্ডে ঘটনার পর কী কী হয়েছিল? দেখুন বিস্তারিত এই ভিডিও
00:00
Video thumbnail
Kasba Incident | কোন ফাঁদে গ্রেফতার মনোজিৎ? দেখুন চাঞ্চল্যকর ভিডিও
00:00
Video thumbnail
Gujarat | High Court | শুনানি চলাকালীন আইনজীবীর কীর্তি, ভিডিও দেখলে চমকে উঠবেন
00:00
Video thumbnail
Alifa Ahmed | বিধানসভায় শপথ গ্রহণ আলিফার, দেখুন এই ভিডিও
00:00
Video thumbnail
Samik Bhattacharya | বিজেপির রাজ্য সভাপতি হলেন শমীক ভট্টাচার্য
06:51
Video thumbnail
Europe Heat Wave | বিরলতম ঘটনা, ইউরোপে প্রবল তাপপ্রবাহ, ফ্রান্সে বন্ধ স্কুল, ইতালিতে সতর্কতা জারি
03:59
Video thumbnail
Russia frigate | রাশিয়ার ফ্রিগেট ভারতের হাতে, ভয়ে কাঁপছে কোন কোন দেশ? দেখুন স্পেশাল রিপোর্ট
04:21
Video thumbnail
Russia-Ukraine | Drone | রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হা/ম/লা, ফের যু/দ্ধ শুরু? দেখুন বড় খবর
03:07
Video thumbnail
Ali Khamenei | Iran | মা/রা/র পরিকল্পনা হয়েছিল খামেনিকে, স্বীকার কাটজের, পাল্টা কী করবে ইরান?
07:00
Video thumbnail
Colour Bar | দ্বিতীয় গান কবে আসছে? জানালেন অনির্বাণ
05:59

Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39