কলকাতা: শারীরিক অবস্থার উন্নতি, রবিবারই হাসপাতাল থেকে ছুটি। পুজোর আগে বাড়ি ফিরছেন মনোজ মিত্র (Manoj Mitra)। সেপ্টেম্বরের মাঝামাঝি বুকে ব্যথা নিয়ে বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় বর্ষীয়ান নাট্যব্যক্তিত্বকে। প্রাথমিকভাবে তাঁকে বাইপ্যাপের সাহায্যে আইসিইউতে রাখা হয়েছিল। শনিবারই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল। কিছু কাজ বাকি থাকায় তা সম্ভব হয়নি। ডাক্তারদের মতে, ৮৬ বছরের কাউকে বেশিদিন হাসপাতালে রাখা ঠিক নয়। তাতে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা বেশি থাকে।
এর আগে এই অভিনেতাকে নিয়ে গুজব ছড়িয়েছিল সমাজমাধ্যমে। সেই জায়গা থেকে পুজোর আগে তাঁকে বাড়ি ফিরিয়ে দিতে পেরে খুশি ডাক্তারেরা। হাসপাতালে ডাক্তার ও কর্মীদের সঙ্গে গত কয়েকদিনে কথাও বলেছেন তিনি। শারীরিক পরিস্থিতি আগের থেকে অনেকটাই ভালো।
আরও পড়ুন: ফের কর্মবিরতির ডাক জুনিয়র ডাক্তারদের
আরও খবর দেখুন