কলকাতা: স্যোশাল মিডিয়ার মাধ্যমে সারাদেশে ১৮ টা বিমানে বোমা রাখা হুমকি দেওয়া হয়েছে। কলকাতা, মুম্বই ব্যাঙ্গালরু সহ একাধিক জায়গায় মোট ১৮ টা বিমানে বোমা রাখা আছে বলে এমনটাই উল্লেখ করা হয়। কলকাতা থেকে দিল্লিগামী ভিস্তারা বিমান, ব্যাঙ্গালরু থেকে কলকাতা গামী ইন্ডিগো বিমান সহ মোট পাঁচটি বিমানে বোমা আছে এমনটাই উল্লেখ করা হয়। এখনও পর্যন্ত দুটি বিমান চিহ্নিত করা হয়েছে। ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহার করেই এই হুমকি দেওয়া হয়েছে বলে জানতে পারা গিয়েছে। এই বিমানগুলিতে সারাদেশে জরুরি অবতরণের ভিত্তিতে তল্লাশি চালানো হচ্ছে। এর আগেও একাধিক বার এরকম হুমকি এসেছে গোটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
অন্য খবর দেখুন