মুম্বই: কুলদীপ যাদব এবং রবীন্দ্র জাডেজার সঙ্গে তৃতীয় স্পিনার হিসাবে দলে এলেন অশ্বিন। অক্ষর পাটেলের চোট থাকায় বিশ্বকাপে তিনি খেলতে পারবেন না। তাঁর পরিবর্তেই দলে নেওয়া হলো অশ্বিনকে। তবে অশ্বিন ছাড়া ভারতের বাকি দল অপরিবর্তিত।
বিশ্বকাপে ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক) শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, ঈশান কিশন, হার্দিক পাণ্ডিয়া, শার্দূল ঠাকুর, রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, মহম্মদ শামি, যশপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজ।
আরও পড়ুন: রাজ্যবাসীকে পদক উৎসর্গ মণিপুরের মেয়ের
উল্লেখ্য, এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে খেলার সময় চোট পেয়েছিলেন অক্ষর পাটেল। হাতের সেই চোট এখনও সারেনি। অন্যদিকে, প্রায় দেড় বছর পর অশ্বিনকে ওয়ান ডে দলে নেওয়া হয়েছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে। সেই সিরিজে নির্বাচকদের নিরাশ করেননি অশ্বিন। ফলস্বরূপ বিশ্বকাপ দলে অক্ষর পাটেলের পরিবর্তে জায়গা পেলেন তিনি।
৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে এ বারের বিশ্বকাপ। ভারতের প্রথম ম্যাচ ৮ অক্টোবর, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।