সোনারপুর: বিশেষভাবে সক্ষম এক নাবালিকাকে যৌন নির্যাতনের (Harrasment) অভিযোগ উঠল। অভিযোগ এক প্রতিবেশি বৃদ্ধের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা (Narendrapur PS) এলাকার লস্করপুরে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। ধৃতকে আজ বারুইপুর আদালতে পেশ করা হয়েছে।
ধৃতের নাম সঞ্জীব বন্দ্যোপাধ্যায় (৬৫)। তাঁর বিরুদ্ধে অভিযোগ, খাবারের প্রলোভন দেখিয়ে প্রায়ই যৌন নির্যাতন করত অভিযুক্ত। নির্যাতিতাকে যৌন নির্যাতনের সময় প্রতিবেশী এক মহিলা দেখে ফেলেন। তিনি চিৎকার করে ওঠেন। অন্যান্য প্রতিবেশীরা দৌড়ে আসে। অভিযুক্তকে ধরে ফেলে। তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
আরও পড়ুন: চাঁদার জুলুমে নিগৃহীত হাসপাতালের এক চিকিৎসক
ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
আরও খবর দেখুন