বেঙ্গালুরু: ৫০ ওভার, ৪ উইকেটে ৪১০ রান। নেদারল্যান্ডসের (Netherland) বিরুদ্ধে বেঙ্গালুরুতে (Bengaluru) এটাই ভারতের (India) স্কোর (Score)। আর সেই সঙ্গে হলো একাধিক রেকর্ড। এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করছিলেন রোহিত শর্মা এবং শুভমন গিল। মাত্র ৩০ বলে হাফ সেঞ্চুরি করেন গিল। ৩২ বলে ৫১ রান করে আউট হন শুভমন। গিল আউট হওয়ার পর হাফ সেঞ্চুরি করেন রোহিত। কিন্তু তিনিও বেশি ক্ষণ খেলতে পারেননি। ৫৪ বলে ৬১ রান করে ফেরেন ভারত অধিনায়ক। বিরাটও এদিন হাফ সেঞ্চুরি করেন। তবে ৫১ রান আউট হয়ে যান। এরপর ভারতের ইনিংস এগিয়ে নিয়ে যান শ্রেয়স আইয়ার এবং কেএল রাহুল।
চতুর্থ উইকেটে ২০০ রানের জুটি গড়েন শ্রেয়স আইয়ার ও লোকেশ রাহুল। বিশ্বকাপে নিজের প্রথম সেঞ্চুরি করলেন শ্রেয়স। চলতি বিশ্বকাপে প্রথম শতরান হল রাহুলেরও। শেষ পর্যন্ত শ্রেয়স ৯৪ বলে ১২৮ ও রাহুল ৬৪ বলে ১০২ রান করেন।
আরও পড়ুন: ভারত-নেদারল্যান্ডস ম্যাচ কখন কোথায় দেখতে পারবেন?
কেএল রাহুল আউট হওয়ার পর ক্রিজে নামেন সূর্যকুমার যাদব। মাত্র ১ বল খেলার সুযোগ পান তিনি। ১ বলে ২ রান করেন সূর্যকুমার। ভারতের ইনিংস শেষ হয় ৪১০ রানে। নেদারল্যান্ডসের জয়ের টার্গেট ৪১১।
আরও খবর দেখুন