ওয়েবডেস্ক- এক দলিত নাবালিকা জোর করে ধর্মান্তরকরণ (conversion) সন্ত্রাসী কাজ (Terrorist acts) কর্মে প্রলুব্ধ অভিযোগ। জানা গেছে, ওই নাবালিকার (Minor Girl) বয়স ১৫, সে প্রয়াগরাজের (Prayagraj) ফুলপুরের বাসিন্দা। জানা গেছে, নাবালিকাকে প্রলুব্ধ করে জোর করে একটি বিশেষ ধর্মে ধর্মান্তরিত করা হয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে।
ডিসিপি কুলদীপ সিং গুণাওয়াত (DCP Kuldeep Singh Gunawat) জানিয়েছেন, ৮ মে থেকে ওই নাবালিকাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সে লিলহাট গ্রামে একটি স্থানীয় বিয়ে বাড়িতে গিয়েছিল, সেখান থেকেই নিখোঁজ হয়ে যায়। অভিযোগ ১৯ বছর বয়সী দারক্ষা বানো ওই নাবালিকার সঙ্গে যোগাযোগ করে তাকে টাকা পয়সা সহ সুন্দর জীবনের স্বপ্ন দেখায়। বানো নাবালিকাকে মুহাম্মদ কাইফের কাছে নিয়ে যায়। এই কাইফ তাকে মোটরসাইকেলে তুলে প্রয়াগরাজ জংশনে নিয়ে যান, যেখানে তার উপর যৌন নির্যাতন চালানো হয় বলে জানা গেছে। এর পর প্রয়াগরাজ থেকে বানো নাবালিকাকে সঙ্গে নিয়ে ট্রেনে করে প্রথমে দিল্লি ও পরে কেরালার ত্রিশূরে আসে। পৌঁছানোর পর, কিশোরীটিকে একটি বাড়িতে নিয়ে যাওয়া হয় যেখানে সে বেশ কয়েকজন অজ্ঞাত পুরুষ এবং নাবালকের সঙ্গে দেখা করে।
আরও পড়ুন- ফের অশান্ত মণিপুর, বন্দুকবাজদের হামলায় নিহত ৪
আদালতের নথি থেকে জানা যায় যে, তাকে ইসলাম ধর্ম গ্রহণ করে একটি জিহাদি গোষ্ঠীতে যোগদানের জন্য চাপ দেওয়া হয়েছিল। কোনরকমে সে তাদের হাত থেকে পালিয়ে ত্রিশূর রেলওয়ে স্টেশনে আসে, সেখানে স্থানীয়দের সহায়তায় থানায় অভিযোগ দায়ের করে। থানা থেকে নাবালিকার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়।
ওই নাবালিকার মা প্রথমে ২৬ জুন একটি নিখোঁজ ডায়েরি করেন। পরে মেয়েকে ফিরে পাওয়ার পর মেয়েকে প্রলোভন দেখিয়ে অপহরণ সহ অজ্ঞাত ফোন নাম্বার থেকে হুমকির অভিযোগ দায়ের করেন। যোগী রাজ্যের পুলিশ বানো ও কাইফ দুজনকেই গ্রেফতার করেছে। ধর্মান্তরকরণ এবং শ্লীলতাহানি সহ প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করেছে।
ডিসিপি গুণওয়াত দাবি করেছেন যে বানোরা সম্ভাব্যভাবে কেরলের (Kerala) বাইরে পরিচালিত একটি সংগঠিত নেটওয়ার্কের সঙ্গে যুক্ত, যারা দরিদ্র ও প্রান্তিক মেয়েদের ধর্মান্তরিতকরণ এবং সন্ত্রাসী নিয়োগের জন্য প্রলুব্ধ করে। এই চক্রের পাণ্ডা তাজ মহম্মদের খোঁজ চালাচ্ছে পুলিশ। উত্তরপ্রদেশ (Uttarpradesh Police) এবং কেরলের তিনটি পুলিশ দল একযোগে কাজ করছে। মেয়েটিকে বর্তমানে স্থানীয় কর্তৃপক্ষের তত্ত্বাবধানে প্রয়াগরাজের একটি ওয়ান স্টপ সেন্টারে সুরক্ষিত রাখা হয়েছে।
দেখুন আরও খবর-