Thursday, July 3, 2025
HomeScroll১১ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে যুবককে অপহরণের অভিযোগ
South 24 Pargana Incident

১১ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে যুবককে অপহরণের অভিযোগ

উদ্ধার করল নরেন্দ্রপুর থানার পুলিশ, ধৃত চার

Follow Us :

দক্ষিণ ২৪ পরগনা: মহাষষ্ঠীর (Mahashasthi)  ভোরে ১১ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে এক যুবককে অপহরণের (Kidnapp) অভিযোগ উঠল। টাকা দিতে রাজি না হওয়ায় বেধড়ক মারধরও করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই ঘটনায় হালিম মন্ডল, শ্যামল বিশ্বাস, রাজা বণিক, মোহাম্মদ আফজাল নামে এই চারজন দুষ্কৃতীকে গ্রেফতার করল নরেন্দ্রপুর থানার পুলিশ।

ঘটনাটি ঘটে নরেন্দ্রপুর থানার ইএম বাইপাস এলাকায়। সেখানেই একটি ধাবায় ডেকে এনে সেখান থেকে শেখ ইরফান নামে ওই যুবককে তুলে নিয়ে যাওয়া হয় নরেন্দ্রপুরেরই রানীয়া এলাকায়। সেখান থেকে ভিন রাজ্যে গা ঢাকা দেওয়ার পরিকল্পনা করা হয়। এই ঘটনার খবর পুলিশের কাছে যাওয়া মাত্রই নরেন্দ্রপুর থানার পুলিশ মোবাইল টাওয়ারের লোকেশন ধরে সেই এলাকায় পৌঁছে যায়। সেখানে পৌঁছে ওই যুবককে সেখান থেকে উদ্ধার করে তড়িঘড়ি সোনারপুরে সুভাষগ্রাম হাসপাতালে নিয়ে যায়। দুষ্কৃতীদের মারের চোটে ভেঙে যায় হাত-পা। এরপর সোনারপুরের সুভাষগ্রাম হাসপাতাল থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় কলকাতার একটি হাসপাতালে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। যেই গাড়িতে করে অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছিল সেই গাড়ি দুটিকে আটক করেছে পুলিশ। তবে যাদের গ্রেফতার করা হয়েছে তারা কলকাতা সহ লাগোয়া বিভিন্ন এলাকায় দুষ্কৃতী হিসেবেই পরিচিত। এর আগেও খুনের ঘটনা সহ অপহরণ ও বিভিন্ন সমাজবিরোধী কাজে যুক্ত থাকার অভিযোগ ওঠে। আজ এই চারজনকেই বারুইপুর আদালতে পেশ করা হবে। এই ঘটনায় আর কারা কারা যুক্ত রয়েছে তদন্তের স্বার্থে তাদের চারজনকেই পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।

আরও পড়ুন: ধৃত সঞ্জয়ই ধর্ষণ ও খুনে জড়িত! কী আছে চার্জশিটে

আরও খবর দেখুন 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39