কলকাতা: অনুব্রত মণ্ডল জামিন পেয়েছেন সম্প্রতি। গরুপাচার মামলায় এবার জামিন পেলেন অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেন। ৫ লক্ষ টাকার বন্ডে তাঁকে জামিন দিল দিল্লি হাইকোর্ট। দীর্ঘদিন জেলবন্দি থাকা সত্ত্বেও বিচার প্রক্রিয়া শুরু হয়নি। অনুব্রতর জামিনের যুক্তিতেই এবার জেলমুক্তি হতে চলেছে সায়গলের। ২০২২ সালের ৯ জুন গরুপাচার মামলায় সায়গল হোসেনকে গ্রেফতার করে সিবিআই। পরে ওই বছরেরই ৭ অক্টোবর জেলবন্দি সায়গলকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বর্তমানে তিহাড় জেলে রয়েছেন অনুব্রতর দেহরক্ষী। এদিন বিচারপতি বলেন, এই মামলায় নথির পরিমাণ বহু। ফলে বিচার প্রক্রিয়া শেষ হতে দীর্ঘ সময় লাগতে পারে। সেকথা বিবেচনা করেই সায়গলের জামিনের আবেদন মঞ্জুর করে দিল্লি হাইকোর্ট।
(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন। পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন। অতি দ্রুততার সঙ্গে এবং সঠিক খবর আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি এবং বিস্তারিত ঘটনা জানাই। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে। কলকাতা টিভি সম্পূর্ণ নির্ভুল তথ্যতে বিশ্বাসী, সেই কারণে নির্ভুল এবং সঠিক খবর আপনাদের কাছে যথাযথ ভাবে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। এখন কলকাতা টিভি অনলাইনে আপনি খবর শুনতেও পাবেন। খবর শোনার জন্য আমাদের পডকাস্ট নিউজ-‘পডকা’-তে ক্লিক করুন।)