কলকাতা: বাংলাদেশে (Bangladesh) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) পদত্যাগ করে দেশ ছাড়ার পর সেখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের (Minorities) উপর হামলা হয়। অনেকের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। আতঙ্কের পরিবেশে অনেকে দেশ ছাড়তে ভারতের সীমান্তে জড়ো হন। সেখানকার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস তাঁদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবারই সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে এই বৈঠক হবে।
রবিবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফে একটি বিবৃতি দেওয়া হয়। তাতে বলা হয়েছে, দেশের কোথাও কোথাও ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি হামলা হয়েছে। এটা উদ্বেগজনক। জীবন ও জীবিকা বাঁচানোর তাগিদে রবিবার চট্টগ্রামে মিছিল করেন সংখ্যালঘু সমাজের একাংশ। মিছিল থেকে স্লোগান দেওয়া হয়, মাতৃভূমি বাংলাদেশ থেকে আমরা কোথাও যাব না। উল্লেখ্য, গত বৃহস্পতিবার শপথ নেয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ইউনুস সম্প্রতি সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার ঘটনাকে নিন্দাজনক বলে জানিয়েছেন।
আরও পড়ুন: নেট রি-টেস্ট হচ্ছে, বাতিলের মামলা খারিজ সুপ্রিম কোর্টে
ইতিমধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসকে শুভেচ্ছা জানানোর সঙ্গে সঙ্গে সেখানকার সংখ্যালঘু হিন্দু সহ অন্যান্য সম্প্রদায়ের মানুষের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে বলেছেন।
আরও খবর দেখুন