ঢাকা: আদানি পাওয়ারের সঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ চুক্তি নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে ইউনুস সরকার দ্বারা গঠিত একটি বিশেষ কমিটি। কয়েকমাস আগে বিদ্যুতের বকেয়া বিল মেটানো নিয়ে গৌতম আদানির মালিকানাধীন এই সংস্থার সঙ্গে ইউনুস সরকারের মতবিরোধ শুরু হয়। এরপর বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় আদানি পাওয়ার। তবে এবার শোনা যাচ্ছে যে, চুক্তি বাতিল না হলে সস্তায় আদানি পাওয়ার-এর থেকে বিদ্যুৎ কেনার কথা বলতে পারে ইউনুস সরকার। সম্প্রতি, বাংলাদেশি সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বাংলাদেশের বিদ্যুৎ এবং শক্তি দফতরের উপদেষ্টা মুহাম্মদ ফওজুল কবীরকে উদ্ধৃত করে এই দাবি করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে, গত ২০২২-২৩ অর্থবর্ষে বাংলাদেশ ১৪.০২ বাংলাদেশি টাকায় আদানি পাওয়ার-এর থেকে বিদ্যুৎ কিনত। যদিও, ২০২৩-২৪ অর্থবর্ষে বিদ্যুতের দাম কমিয়ে ১২ টাকা করে হয় বলে খবর। কিন্তু তারপরেও অন্যান্য বেসরকারি বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার তুলনায় এই দাম ২৭ শতাংশ বেশি ছিল।
আরও পড়ুন: বাংলাদেশকে বকেয়া ১৩৫ কোটি টাকা মিটিয়ে দিতে বলল ত্রিপুরা সরকার
এদিকে বাংলাদেশের সরকার নিয়ন্ত্রিত বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, বাংলাদেশে এক ইউনিট বিদ্যুৎ কিনতে খরচ হয় ৮ টাকা ৭৭ পয়সা। যদিও সেখানের খুচরো বাজারে বিদ্যুৎ কিনতে খরচ হয় ৮ টাকা ৯৫ পয়সা। এই দামে দেশবাসীকে বিদ্যুৎ দিতে বাংলাদেশের সরকারকে ভর্তুকি বাবদ অনেকটা বাড়তি টাকা খরচ করতে হয়। এটা সরকারি কোষাগারে চাপ সৃষ্টি করে। এইসব কারণে এবার আদানি গোষ্ঠীর থেকে কম দামে বিদ্যুৎ কিনতে চাইছে অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার। তবে শুধুমাত্র আদানি নয়, অন্য সব বেসরকারি সংস্থার থেকেও কম দামে বিদ্যুৎ কেনার প্রস্তাব দিতে পারে বাংলাদেশ সরকার, এমনটাই দাবি করা হয়েছে বাংলাদেশি সংবাদমাধ্যমে প্রকাশিত ওই প্রতিবেদনে।
দেখুন আরও খবর: