রাঁচি: বিধানসভা ভোটের (assemble election) উত্তাপে টানটান উত্তেজনা ঝাড়খণ্ডে (Jharkhand vote)। আজ রবিবার প্রচারে ঝড় তুলতে ঘাটশিলা, বরকথা, সিমারিয়ায় জনসভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত (Amit Shah) শাহ। সোমবার এখানে কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, আর মঙ্গলে জনসভায় ভাষণ দেবেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং।
তার আগেই ভোটের পালে হাওয়া তুলতে রাজনীতির ময়দানে নেমে পড়েছেন কেন্দ্রীয় মন্ত্রী শাহ। শনিবার রাতে রাজধানী রাঁচিতে আসেন কেন্দ্রীয় মন্ত্রী।
আজ ভোটমুখী ঝাড়খণ্ডে বিজেপি তাদের ইস্তেহার(BJP manifesto) প্রকাশ করেছে। বিজেপির ইস্তেহার সংকল্প পত্রে দলটি রাজ্য গঠনের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে ২৫টি রূপরেখা দিয়েছে। এর মধ্যে রয়েছে ‘গোগো দিদি’ স্কিমে মহিলাদের প্রতি মাসে ২১০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি, ২১ লক্ষ পরিবারকে পাকা বাড়ি, পানীয় জলের সংযোগ, কর্মক্ষেত্রে যুবকদের সাহায্যে দু বছরের জন্য ২০০০ টাকা, বেকারত্বের বিরুদ্ধে লড়াই করার জন্য ২৮৭০০০ সরকারি চাকরি, ৫০০,০০০ আত্ম-কর্মসংস্থানের সুযোগ। লক্ষ্মী জোহর যোজনার অধীনে ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার, প্রতি বছর দুটি বিনামূল্যে সিলিন্ডার পাওয়া যাবে।
আরও পড়ুন:দূষণের চাদরে দিল্লি, শুরু শ্বাসকষ্ট থেকে চোখ জ্বালা
এদিন ইস্তেহার প্রকাশ কর্মসূচি থেকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে আক্রমণ করেন অমিত শাহ। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, মহিলা আর আদিবাসীরা ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) সরকারের অধীনে নিরাপদ নয়। এই সরকার রাজ্যের পরিচয় রক্ষা করতে ব্যর্থ হয়েছে। প্রশাসন ভেঙে পড়েছে। রাজ্যের প্রধান সমস্যা রুটি, মহিলাদের নিরাপত্তা, জমি রক্ষা করতে ব্যর্থ হয়েছে তারা।
এই কর্মসূচি থেকে ভোটারদেরকে রাজ্যের ভবিষ্যতের জন্য কী ধরনের নেতৃত্ব তারা চাইছেন তা বিবেচনা করার আহ্বান জানিয়েছেন শাহ। কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, ঝাড়খণ্ডের উপজাতি সম্প্রদায়গুলি ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতায় ভুগছে। বিশেষ করে সাঁওতাল পরগনায় যেখানে তাদের জনসংখ্যা হ্রাস পেয়েছে। বিজেপি নেতারা দাবি করছেন যে অনুপ্রবেশকারীরা আসছে, স্থানীয় মহিলাদের বিয়ে করছে এবং জমি দখল করছে৷ বিজেপি ‘রোটি’, ‘বেটি’ ‘মাটি’ স্লোগানকে সামনে রেখে জীবিকা, পরিবার এবং জমি সুরক্ষিত করার প্রতিশ্রুতি দেয়।
অমিত শাহ মনে করিয়ে দেন, প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী রাজ্য গঠন করেছিলেন, আর সেই রাজ্যকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শাহ দাবি করেন, কেন্দ্র হোক বা রাজ্য বিজেপি যেখানেই ক্ষমতায় এসেছে, তাদের প্রতিশ্রুতি পূরণ করেছে।
উল্লেখ্য, ঝাড়খণ্ডে ৮১ সদস্যের বিধানসভার নির্বাচন আগামী ১৩ ও ২০ নভেম্বর। দুটি ধাপে এখানে ভোট হবে। গণনা ২৩ নভেম্বর।
অন্য খবর দেখুন: