চন্দ্রকোনা: তৃণমূলের দলীয় পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ ঘিরে উত্তেজনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ভগবন্তপুরে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে চন্দ্রকোনা থানার পুলিশ। এলাকার তৃণমূল কর্মী সমর্থকদের অভিযোগ, রাতের অন্ধকারে ভগবন্তপুর এলাকায় একাধিক জায়গায় তৃণমূলের দলীয় পতাকা ছিঁড়ে দিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা।
আরও পড়ুন: আরজি কর কাণ্ডের প্রতিবাদে স্লোগান তুলে বিচার চেয়ে গ্রেফতার, জামিন মঞ্জুর
এলাকার বিজেপির মণ্ডল সভাপতি সুকান্ত দোলইয়ের নেতৃত্বে এই ঘটনা ঘটেছে বলে স্থানীয় তৃণমূলের কর্মীদের দাবি। খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে আসে চন্দ্রকোনা থানার পুলিশ।পুলিশের কাছে তৃণমূল কর্মী সমর্থকরা বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করেন। সমস্ত ঘটনা অস্বীকার করেন বিজেপির মন্ডল সভাপতি সুকান্ত দোলই।
দেখুন আরও খবর: