Tuesday, July 8, 2025
HomeScrollরবিবার ডোমকলে বোমাবাজির অভিযোগ, জখম অনেক
Murshidabad

রবিবার ডোমকলে বোমাবাজির অভিযোগ, জখম অনেক

ঘটনায় চাঞ্চল্য ডোমকলের অম্মরপুরে

Follow Us :

মুর্শিদাবাদ: গভীর রাতে বোমাবাজির ঘটনা মুর্শিদাবাদে (Murshidabad ) । ঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়ে পরে। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে সূত্রের খবর। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে বোমাও। পুলিশ এসে খতিয়ে দেখে গোটা পরিস্থিতি।

রবিবার গভীর রাতে বোমাবাজির ঘটনা মুর্শিদাবাদের (Murshidabad ) ডোমকল (domkal) এলাকায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ডোমকলের অম্মরপুরে। অভিযোগ, জানারুল সেখের বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়। ঘটনার পর ডোমকল থানার পুলিশ (domkal police station) ঘটনাস্থলে পৌঁছায়। এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: এবার কি মিটতে চলেছে কেষ্ট-কাজল দ্বন্দ্ব?

পরিবার সূত্রে খবর ভিন রাজ্য কেরালায় এই ঝামেলার সূত্রপাত হয়। তারপর রবিবার রাতে ডোমকলের ২১ নম্বর ওয়ার্ডে সেই রেশ পরে। এই ঝামেলা রাজনৈতিক সংঘর্ষে পৌঁছে গিয়েছে বলে অভিযোগ পরিবারের। রাতের অন্ধকারে বেশ কিছু দুষ্কৃতী বোমা বিস্ফোরণ ঘটায় বলে অভিযোগ।

কে বা কারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে? ঘটনার নেপথ্যে ঠিক কী কারণ? তদন্ত করছে ডোমকল থানার পুলিশ।

দেখুন অন্য খবর  

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39