কলকাতা: পূর্ব ভারতের জন্য একাধিক বড় প্রকল্পের ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের (Nirmala Sitharaman)। একাধিক সড়ক প্রকল্পেরও ঘোষণা করা হয়েছে বাজেটে (Union Budget 2024-25)। বাজেটে ঝুলি ভরেছে বিহারের। কিন্তু প্রায় খালি হাতে রযেছে বাংলা। এদিকে অর্থমন্ত্রী জানান, অমৃতসর -কলকাতা ইন্ডাস্ট্রিয়াল করিডরে (Amritsar-Kolkata Industrial Corridor) বিশেষ জোর দেওয়া হবে। তিনি বলেন, এই করিডরের ইন্ডাস্ট্রিয়াল নোড হিসাবে পূর্ব ভারত থেকে গয়াকে তুলে ধরা হবে। এই করিডর গড়ে উঠলে শিল্পের জন্য পরিকাঠামোগত উন্নয়ন হবে।
মঙ্গলবার বাজেট পেশের সময় অর্থমন্ত্রী জানান, পাঁচটি রাজ্যের জন্য এই বিশেষ প্রকল্প আনা হবে পূর্বোদয় যোজনার অধীনে। পূর্বোদয় যোজনার মধ্যে পড়ছে বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, অন্ধপ্রদেশ। অর্থমন্ত্রী জানান, এই স্কিমের অধীনে মানব সম্পদ উন্নয়ন, পরিকাঠামো গড়ে তোলা এবং অর্থনৈতিক সুযোগ প্রদানে জোর দেওয়া হবে। এদিন কলকাতা-অমৃতসর শিল্প করিডরের ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। একাধিক সড়ক প্রকল্পেরও ঘোষণা করা হয়েছে বাজেটে। তৈরি হবে পাটনা-পূর্ণিয়া এক্সপ্রেসওয়ে, বক্সার-বাদলপুর এক্সপ্রেসওয়ে, বৌদ্ধগয়া-বৈশালী-দ্বারভাঙা এক্সপ্রেসওয়ে। বক্সারে দুই লেনের সেতু তৈরি হবে গঙ্গা নদীর উপরে। এই সেতু তৈরিতে খরচ হবে ২৬ হাজার কোটি টাকা। পাশাপাশি নতুন এয়ারপোর্ট, ক্রীড়া পরিকাঠামো তৈরি হবে বিহারে। মাল্টি ল্যাটেরাল ব্যাঙ্ক থেকে বিহার সরকারের আর্থিক সাহায্যের আবেদনও তরান্বিত করা হবে। ১৫ হাজার কোটি টাকার আর্থিক সাহায্য দেওয়া হবে অন্ধ্র প্রদেশকে।
অন্য খবর দেখুন