কলকাতা: রেশন দুর্নীতি মামলায় (Ration Scam Case) পুলিশি তদন্তে স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সোমবার বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ জানিয়ে দিল, ওই মামলায় যদি এখনও পুলিশি তদন্ত চলে, তবে তা শুনানি চলাকালীন ৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। নিম্ন আদালতের বিচার প্রক্রিয়াও এখন বন্ধ থাকবে। আদালত রাজ্যের কাছে কেস ডায়েরিও তলব করেছে।
২০১৯ সাল থেকে যে ছটি মামলার এফআইআর নিয়ে তদন্ত শুরু করে সিআইডি, তাতে কোনও অগ্রগতি হয়নি বলে ইডির দাবি। ওই মামলায় পুলিশের তদন্ত নিয়ে আদালতে ক্ষোভ প্রকাশ করেছিল ইডি। তাদের অভিযোগ ছিল, ওই সব এফআইআরের ভিত্তিতে পুলিশ কারও বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। গত শুক্রবার হাইকোর্টে ইডি আর্জি জানায়, যে সমস্ত মামলায় পুলিশ তদন্ত করছে, সেগুলি যেন তাদের হাতে তুলে দেওয়া হয়।
আরও পড়ুন: শেষ মুহূর্তে দিল্লি যাত্রা বাতিল করলেন মুখ্যমন্ত্রী
আদালতে ইডির আরও অভিযোগ, ওই ছটি এফআইআরে তদন্তের অগ্রগতি কত দূর তা জানতে চেয়ে তারা রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দিয়েছিল। তারও কোনও জবাব আসেনি। অথচ ওই ছটি মামলাতেই ইডি তদন্ত করে। তাতেই ইডির হাতে ধরা পড়েন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় (বালু) মল্লিক, তাঁর ঘনিষ্ঠ ব্যবসায়ীয় বাকিবুর রহমান এবং বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য। তিনজনেই এখন জেলবন্দি। ইডির দাবি, ওই তিনজন মিলে প্রায় ২০ হাজার কোটি টাকার বেআইনি লেনদেন করেছেন। তার মধ্যে বালুরই দশ হাজার কোটি টাকা রয়েছে।
আরও অন্য খবর দেখুন