কলকাতা: পণ্ড হল সব পরিশ্রম। পরীক্ষার্থীদের সব পরিশ্রম জলে। স্নাতক পেরিয়ে স্নাতকোত্তর। কেরিয়ার শুরুর লগ্নে বড়সড় ধাক্কা। নিখোঁজ স্নাতকোত্তর পর্যায়ের বহু ছাত্রছাত্রীর পরীক্ষার উত্তরপত্র। মাথায় হাত পরীক্ষার্থীদের।
আরও পড়ুন: আবিষ্কৃত হল কিং কোবরার তিন নতুন প্রজাতি!
সূত্রের খবর, হারিয়ে গিয়েছে ৩ টি কলেজের স্নাতকোত্তর পরীক্ষার ১২০টি উত্তরপত্র। অধিকাংশ ক্ষেত্রে সার্ভারে আপনলোড করা হয়নি নম্বর। এমন ঘটনায় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন কলেজগুলিকে অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উপচার্যের কড়া বার্তা গাফিলতি থাকলে সংশ্লিষ্ট শিক্ষকদের শাস্তির জন্য প্রস্তাব দিক কলেজগুলি।
দেখুন আরও খবর: