উত্তর দিনাজপুর: তালিবানি কায়দায় যুবক যুবতীকে (Chopra Beating young woman ) নৃশংশ ভাবে মারধর সালিশি সভায়। সেই ভয়ঙ্কর দৃশ্য ভাইরাল হল স্যোশাল মিডিয়ায়। ভিডিয়োয় দেখা যায় এক তরুণীকে রাস্তার মধ্যে ফেলে এক ছড়া কঞ্চি দিয়ে বেধড়ক করা হচ্ছে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করিনি কলকাতা টিভি অনলাইন। ওই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে চোপড়া (Chopra, North Dinajpur) ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের দীঘলগাঁও এলাকায়।
আরও পড়ুন: ছেলেধরা সন্দেহে গুজব রটানোয় গ্রেফতার ৫
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামের বাসিন্দা ওই যুবক-যুবতী অবৈধ প্রেমে জড়িয়ে থাকার জেরে সালিশি সভা ডাকা হয়। আর সেই সালিশি সভায় প্রকাশ্যে প্রচুর লোকের মাঝখানে ওই যুবক যুবতীকে বেত জাতীয় লাঠি দিয়ে রাস্তায় ফেলে বেধড়ক মারা হচ্ছে। মার খেতে খেতে গুটিয়ে যাওয়া মেয়েটিকে চুলের মুঠি ধরে টেনে এনে ধাক্কা দিয়ে মাটিতে ফেলা হচ্ছে। চারিদিকে ঘিরে দাঁড়িয়ে আছেন মহিলা-সহ অসংখ্য মানুষজন। অথচ কেউ রক্ষা করার জন্য এগিয়ে যেতে দেখা যায়নি।
প্রাথমিকভাবে জানা গিয়েছে ওই বাহুবলী প্রশাসকের নাম জেসিবি। জেসিবির দাপটে এলাকায় নিষিদ্ধ প্রশাসনের কাছে ও সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেনি। এমনকি শুক্রবার বিকালের ওই নৃশংশ অত্যাচারের পরে সরকারী স্বাস্থ্য কেন্দ্রেও যেতে পারেনি ওই যুবক যুবতী বলে খবর। ওই দু’জনকে আর্থিক জরিমানা করা হয় বলেও খবর। জেসিবির ভাষায় ওই সালিশি সভার নাম ‘ইনসাফ সভা’ বলেও জানা গিয়েছে। এলাকায় ওই ধরনের সালিশি সভা কিছুদিন পর পরই হয় বলে খবর।
অন্য খবর দেখুন