নদিয়া: বাংলায় তালিবান কায়দায় শাসন চলছে। রানাঘাটের দলীয় বৈঠকে রাজ্যের শাসন ব্যবস্থা বিঁধে মন্তব্য করেন সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে রবিবার দলীয় কর্মীদের সঙ্গে কর্মী বৈঠক করতে পায়রাডাঙা যান রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমজুমদার। চোপড়ায় যুগলকে মারধরের প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, বাংলায় তালিবান কায়দায় শাসন চলছে। সাম্প্রতিক কিছু গণপিটুনি এবং খুনের ঘটনা নিয়ে রাজ্যে প্রশাসনিক কাজকর্ম নিয়ে প্রশ্ন তুললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।
আরও পড়ুন: তালিবানি কায়দায় যুবক যুবতীকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ
রাজ্যের অর্থনৈতিক অবস্থা নিয়ে বলতে গিয়ে সুকান্ত রাজ্য সরকারকে প্রশ্ন করেন কেন্দ্রের কাছে ভিক্ষা পাত্র নিয়ে আর কতদিন চলবে? রাজ্যপালের বিরুদ্ধে মহিলা সংক্রান্ত অভিযোগ নিয়ে সুকান্ত মজুমদার বলেন এটা রাজ্য সরকারের চক্রান্ত। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নোংরা রাজনীতি করছে। রাজ্যপালের সঙ্গে যে ঘটনা ঘটেছে বলে প্রচার করা হচ্ছে সেটা পুরোপুরি উদ্দেশ্য প্রণোদিত। কোচবিহারের ঘটনাকে চাপা দেওয়ার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের হকার উচ্ছেদ ঘটিয়ে সবার নজর ঘোরাচ্ছেন। রানাঘাট দক্ষিণ বিধানসভার পায়রাডাঙা এসে হকারদের উপযুক্ত পুনর্বাসন দিয়ে তবেই উচ্ছেদ করতে হবে বলে দাবি করেন রাজ্য কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
অন্য খবর দেখুন