পূর্ব বর্ধমান: কলকাতার আরজি করের (RG Kar Hospital) ঘটনার পর এবার পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) ভাতার স্টেট জেনারেল হাসপাতালে সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে অভিযোগ উঠল! ভাতার থানার এক সিভিক ভলান্টিয়ারের (Civic Volunteer) বিরুদ্ধে কর্তব্যরত এক মহিলা চিকিৎসককে হুমকি দেওয়ার অভিযোগ উঠল।
জানা গিয়েছে, শুক্রবার রাত ২ টো ১৫ নাগাদ ভাতার থানার সিভিক ভলেন্টিয়ার সুশান্ত রায় ভাতার স্টেট জেনারেল হাসপাতালে ডিউটিতে ছিলেন। অভিযুক্ত সুশান্ত রায়ের বাড়ি ভাতারের বড়বেলুন গ্রামে। মহিলা চিকিৎসকের অভিযোগ, ওই সিভিক ভলেন্টিয়ার মদ্যপ অবস্থায় চিকিৎসা করাতে আসে তাঁর কাছে। মহিলা চিকিৎসকের আরও অভিযোগ, তিনি সিভিক ভলেন্টিয়ারকে চিকিৎসা করার সমস্ত রকম ব্যবস্থা করেন। কিন্তু হঠাৎ করে ওই সিভিক ভলেন্টিয়ার তাঁর সঙ্গে খারাপ ব্যবহার শুরু করে দেয়। এবং প্রচন্ড চিৎকার করতে থাকে। তাঁকে বলা হয় গতকাল আরজি করে কি হয়েছে জানেন তো? এরপর ওই মহিলা চিকিৎসক ভীত সন্ত্রস্ত হয়ে আরও অন্যান্য সিভিক ভলেন্টিয়ারকে ডাকেন এবং থানার ফোন নম্বর নেন।
এই ঘটনার প্রতিবাদে শনিবার ভাতার স্টেট জেনারেল হাসপাতালের সমস্ত নার্স এবং চিকিৎসকেরা ভাতার থানায় ডেপুটেশন দেন। তাঁদের দাবি, অভিযুক্ত ওই সিভিক ভলেন্টিয়ারকে শাস্তি দিতে হবে। ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান জেলা উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুবর্ণ গোস্বামী। তিনি বলেন, এক জন মাতাল সিভিক ভলেন্টিয়ার যা ব্যবহার করেছে। তাতে আমাদের দাবি অবিলম্বে ওই সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করা হোক।
আরও পড়ুন: আন্দোলনে মৃত্যুতে দ্রুত বিচারের সিদ্ধান্ত বাংলাদেশে
আরও খবর দেখুন