কলকাতা: রাজ্যের ৬ টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে ঘিরে রাজ্যের রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এর মধ্যেই সোমবার প্রচার শেষ হওয়ার আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ঘৃণাভাষণের অভিযোগ এনে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধিদল। তাঁদের অভিযোগ, নির্বাচনী প্রচারের মধ্যে বাংলাদেশ প্রসঙ্গ টেনে শুভেন্দু অধিকারী সাম্প্রদায়িক উত্তেজনা বৃদ্ধির চেষ্টা করছেন। সেই কারণে, তৃণমূলের মিডিয়া কমিটির সদস্য কুণাল ঘোষ, মন্ত্রী শশী পাঁজা সহ এক প্রতিনিধিদল নির্বাচন কমিশনে গিয়ে শুভেন্দুর ‘সেন্সর’ চেয়ে আবেদন জানান।
আরও পড়ুন: মমতা’র দেখানো পথেই হাঁটল কংগ্রেস জোট, মহারাষ্ট্রের ইস্তাহারে ‘লক্ষ্মীর ভাণ্ডারে’র প্রতিফলন!
উল্লেখ্য, গত শনিবার বাঁকুড়া জেলার তালডাংরায় বিজেপির এক নির্বাচনী সমাবেশে শুভেন্দু অধিকারী যে বক্তব্য রেখেছিলেন, তার একটি অংশকে ঘিরেই বিতর্কের সৃষ্টি হয়েছে। তৃণমূলের মতে, শুভেন্দু অধিকারীর কথায় সাম্প্রদায়িক অশান্তির সম্ভাবনা তৈরি হতে পারে, যা নির্বাচনী পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে, বিদেশের প্রসঙ্গ টেনে এনে রাজ্যের মানুষের মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টার অভিযোগ তুলেছে তৃণমূল। একটি সাংবাদিক সম্মেলন করে সোমবার কুণাল ঘোষ বলেন, “নির্বাচনী বিধি লংঘন করেছে শুভেন্দু অধিকারী। তাঁকে উপযুক্ত শাস্তি দিতে হবে। তিনি জাতির নামে বিভাজনের বক্তব্য রেখেছেন। আমরা একটা পেনড্রাইভ দিয়েছি, সেখানে বাংলাদেশ প্রসঙ্গে অসত্য বক্তব্য রেখেছেন। আমরা মুখ্য নির্বাচন আধিকারিককে সব জানিয়েছি। এবার সময় এসেছে, নির্বাচন কমিশনের কিছু কাজ করে দেখানো উচিত।” এখন দেখার বিষয় এটাই যে, নির্বাচন কমিশন এই অভিযোগের ভিত্তিতে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনও পদক্ষেপ গ্রহণ করে কি না।
দেখুন অন্য খবর: