কলকাতা: শীতপ্রিয় বাঙালিদের জন্য সুখবর। চলতি সপ্তাহের শেষে নামতে পারে তাপমাত্রা। শীতের আমেজ অনুভূত হতে পারে রাজ্যে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, নভেম্বরের মাঝামাঝি সময় থেকেই রাজ্যে পারদ পতনের সম্ভাবনা রয়েছে। হিমালয় সংলগ্ন অঞ্চল এবং গাঙ্গেয় বঙ্গে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। এর প্রভাবে ঠাণ্ডা লাগলেও, শীতের আগমন এখনই হচ্ছে না বলেই জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। এখন একনজরে সমগ্র রাজ্যের আবহাওয়ার পূর্বাভাস জেনে নিন।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুকনো আবহাওয়া বজায় থাকবে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। বৃষ্টির সম্ভাবনা তেমন না থাকায়, সামগ্রিক ভাবে বাতাসে আর্দ্রতা কমবে। এর ফলে তাপমাত্রায় সামান্য পরিবর্তন আসতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৩ দিনের মধ্যে রাতের তাপমাত্রায় তেমন কোনো হেরফের হবে না। তবে সপ্তাহান্তে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। এই পরিবর্তনের ফলে হালকা শীতের আমেজ অনুভূত হতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।
আরও পড়ুন: শুরু হচ্ছে তিলোত্তমার বিচার! সোমবার থেকে শিয়ালদহ আদালতে আরজি কর কাণ্ডের শুনানি
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের ক্ষেত্রে সোমবার থেকে বুধবার পর্যন্ত দার্জিলিং এবং কালিম্পঙের কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে অন্যান্য জেলাগুলিতে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। সপ্তাহের শেষে সেখানে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এর ফলে উত্তরের জেলাগুলিতেও শীতের আমেজ অনুভূত হবে। তবে জাঁকিয়ে শীত পড়তে এখনও বেশ কিছুদিন বাকি।
কলকাতার আবহাওয়া
কলকাতায় সোমবারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৬ ডিগ্রি বেশি। রবিবারে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি। শহরে আকাশ বেশিরভাগ সময় পরিষ্কার থাকলেও বিকেলের দিকে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে। এছাড়াও, সপ্তাহান্তে রাতের তাপমাত্রায় পতনের কারণে উত্তর থেকে দক্ষিণে সামান্য শীতের আমেজ অনুভূত হবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
দেখুন আরও খবর: