Friday, July 4, 2025
HomeScrollপ্রত্যন্ত অঞ্চলেও চালু হল এই বিশেষ স্বাস্থ্য পরিষেবা
Kakdwip Super Speciality Hospital

প্রত্যন্ত অঞ্চলেও চালু হল এই বিশেষ স্বাস্থ্য পরিষেবা

সুন্দরবনের বাসিন্দাদের ডায়ালিসিস করার জন্য ডায়মন্ডহারবার, কলকাতা যেতে হত

Follow Us :

কাকদ্বীপ: শনিবার থেকে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে চালু হল ডায়ালিসিস (Dialysis) পরিষেবা। এতদিন পর্যন্ত দক্ষিণ সুন্দরবনের বাসিন্দাদের ডায়ালিসিস করার জন্য ডায়মন্ডহারবার অথবা কলকাতায় যেতে হত। এবার থেকে কাকদ্বীপ, নামখানা, সাগর ও পাথরপ্রতিমার বাসিন্দারা এই পরিষেবা কাকদ্বীপ হাসপাতাল থেকে বিনামূল্যে নিতে পারবেন। এখন থেকে কাকদ্বীপ হাসপাতালে ২৪ ঘন্টা ডায়ালিসিস পরিষেবা চালু থাকবে। প্রথম দিন সাগরের দেবী গোবিন্দপুরের বাসিন্দা কার্তিক দাসের ডায়ালিসিস করা হয়।

(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন। পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন। অতি দ্রুততার সঙ্গে এবং সঠিক খবর আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি এবং বিস্তারিত ঘটনা জানাই। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে। কলকাতা টিভি সম্পূর্ণ নির্ভুল তথ্যতে বিশ্বাসী, সেই কারণে নির্ভুল এবং সঠিক খবর আপনাদের কাছে যথাযথ ভাবে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। এখন কলকাতা টিভি অনলাইনে আপনি খবর শুনতেও পাবেন। খবর শোনার জন্য আমাদের পডকাস্ট নিউজ-‘পডকা’-তে ক্লিক করুন।)

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39