skip to content
Friday, October 4, 2024

skip to content
HomeScrollজলমগ্ন বাড়ি, সেখানেই বই-খাতা, কীভাবে পরীক্ষা দেবে, ভারাক্রান্ত পড়ুয়ারা
Flood Situation in Ghatal

জলমগ্ন বাড়ি, সেখানেই বই-খাতা, কীভাবে পরীক্ষা দেবে, ভারাক্রান্ত পড়ুয়ারা

Follow Us :

ঘাটাল: কয়েকদিন ধরে টানা বৃষ্টি, সঙ্গে জলাধার থেকে জল ছাড়ার ফলে প্লাবিত হয়েছে ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা। বন্যা কবলিত এলাকার মানুষজনদের ঠাঁই হয়েছে ফ্লাড সেন্টার ও ত্রাণ শিবিরে। বাড়িতে রয়ে গিয়েছে বই খাতা। অন্যদিকে সামনেই রয়েছে স্কুলের পরীক্ষা। তাই মন ভারাক্রান্ত স্কুল পড়ুয়া থেকে শুরু করে ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া মানুষজনের।

জলে ডুবেছে রাস্তাঘাট থেকে বাড়ি। তাই তাড়াহুড়োতে বাড়িতে রয়ে গিয়েছে পড়ুয়াদের বই খাতা সহ পড়াশোনা সামগ্রী। বাড়িতে বন্যার জল ঢুকে যাওয়ায় ত্রাণ শিবিরেই আশ্রয় হয়েছে এলাকার মানুষজনের। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের মাঙরুল গ্রাম পঞ্চায়েতের ৭টি গ্রাম এখনও জলের তলায়। এদিকে সামনেই রয়েছে পুজো এবং পরীক্ষা। কীভাবে পুজো কাটবে, কীভাবেই বা পরীক্ষা দেবে এই নিয়ে দুশ্চিন্তায় ত্রাণ শিবিরে থাকা মানুষজনের।

আরও পড়ুন: লেবাননে পেজার বিস্ফোরণ, ইজরায়েলকে দুষছে হিজবুল্লাহ

ত্রাণ শিবিরে থাকা সকল মানুষই চাইছেন কয়েকদিন বাদেই দুর্গাপুজো তাই মা দুর্গা দ্রুত এলাকা থেকে জল সরিয়ে দিক। ত্রাণ শিবিরে থাকা মানুষদের নিয়ে বেশ কয়েকদিন ধরে চলছে মেডিক্যাল ক্যাম্প। ২৪ ঘণ্টা পরিষেবা দিয়ে চলেছে চিকিৎসক ও স্বাস্থ্যকরীরা। জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা আছে বলে জানিয়েছেন ত্রাণ শিবিরে কর্মরত চিকিৎসকেরা।

দেখুন আরও অন্যান্য খবর:

RELATED ARTICLES

Most Popular