
ডায়মন্ড হারবার: লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) আগে রবীন্দ্রনগর ৪ নম্বর ওয়ার্ডে জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা। বোমাবাজি (Bomb)-গুলি চালনার অভিযোগ। ঘটনায় আহত হয়েছেন ২ জন। সূত্রের খবর, মহেশতলায় মাজার ভেঙে নির্মাণের প্রতিবাদ করায় প্রতিবাদী ব্যক্তির বাড়িতে বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ। আহত এক শিশু সহ মোট ২ জন। আহতরা চিকিৎসাধীন রয়েছে হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রবীন্দ্রনগর থানার পুলিশ। ঘটনার পর থেকেই আতঙ্কিত হয়ে পড়েছে পরিবারের লোকজন।
মহেশতলা পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের গুলজার বাগ এলাকায় একটি মাজার ভেঙে নির্মাণের প্রতিবাদ করায় প্রতিবাদী ব্যক্তির বাড়িতে প্রকাশ্যে দিনের আলোয় বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ। আক্রান্তদের অভিযোগ প্রায় ২০ থেকে ২৫ টি বোমা তাদের বাড়ি লক্ষ্য করে ছোড়া হয়। শূন্যে তিন রাউন্ড গুলি চালানো হয়। বোমার স্প্লিন্টার ছিটকে এক শিশুও আহত হয় বলে অভিযোগ। আরও এক ব্যক্তি মারাত্মক আহত হন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালেও ঘটনাস্থলে পড়ে রয়েছে বোমার সুতলি। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, অশান্তির মাঝেই আচমকাই বোমা পড়তে শুরু করে এলাকায়। অভিযোগ ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিনা বানুর অনুগামী তথা তৃণমূল নেতা পাপ্পুর এবং তার অনুগামীদের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রবীন্দ্রনগর থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে RAF নামানো হয়। অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে রবীন্দ্রনগর থানা পুলিশ তাজা বোমা উদ্ধার করে এলাকায় উত্তেজনা।
আরও পড়ুন: শুভেন্দুর রোড শোয়ের আগেই সন্দেশখালিতে অগ্নিকান্ড!
প্রসঙ্গত আক্রান্তদের বাড়িতেই গত মাসের ১৭ তারিখ ভাঙচুর চালানো হয়। গতবারের ভাঙচুরের ঘটনাতেও অভিযোগ ওঠে কাউন্সিলরের অনুগামী পাপ্পু এবং তার অনুগামীদের বিরুদ্ধে। পুরানো শত্রুতা এবং জমি দখলকে কেন্দ্র করে আবারো পাপ্পু এবং তার অনুগামীদের বিরুদ্ধে বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ উঠে। লোকসভা নির্বাচনের ঠিক আগেই ডায়মন্ডহারবার লোকসভা (Diamond Harbour Lok Sabha ) কেন্দ্রের মহেশতলা পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে বোমাবাজির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও এই ঘটনায় ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিনা বানুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কিছু বলতে চাননি। তিনি বলেন, তিনি গতকাল বাড়ি না থাকার কারণে বিষয়টি তিনি জানেন না, তাই তিনি কিছু বলবেন না।
অন্য খবর দেখুন