Friday, July 4, 2025
Homeরাজ্যর‍্যালিতে বেরিয়ে প্রকাশ্যে জুতো পালিশ করলেন বিজেপি প্রার্থী
BJP Candidate Subhas Sarkar

র‍্যালিতে বেরিয়ে প্রকাশ্যে জুতো পালিশ করলেন বিজেপি প্রার্থী

প্রচারে চমক আনতে মরিয়া শাসক-বিরোধী সব শিবির

Follow Us :

বাঁকুড়া: ভোট বড়ই বালাই। প্রচারে চমক আনতে মরিয়া শাসক বিরোধী সব শিবির। বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ (Saumitra Khan)-কে প্রচারে বেরিয়ে তাস খেলতে দেখা গেছে। দেখা গেছে ক্রিকেট খেলতেও। আরও একধাপ উপরে উঠে বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডলকে কখনও সেলুনে চুল কাটতে দেখা গেছে, আবার কখনও তাঁকে দেখা গেছে চা, চপ, পাঁপড় ভেজে তা বিক্রি করতে। তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীকেও দেখা গেছে ফুটবল পায়ে নিয়ে নাচাতে।

আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব ৪২)

এবার বাঁকুড়া লোকসভা কেন্দ্রের (Bankura Lok Sabha) বিজেপি (BJP) প্রার্থী সুভাষ সরকার (Subhas Sarkar)-কে দেখা গেল প্রকাশ্যে হুড খোলা গাড়িতে জুতো পালিশ করতে। রবিবার বি আর আম্বেদকরের জন্মদিন (Ambedkar Jayanti) উপলক্ষে বাঁকুড়ার মাচানতলা থেকে লালবাজার পর্যন্ত বিশেষ র‍্যালিতে অংশ নিয়ে হুড খোলা গাড়িতে চড়ে প্রকাশ্যে নিজের জুতো পালিশ করলেন সুভাষ সরকার। আর সেই জুতো হাতে ধরালেন চালকের হাতে। এই ঘটনাকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল। নাটক দেখাচ্ছেন বিজেপি প্রার্থী, কটাক্ষ তৃণমূল প্রার্থীর।

আরও পড়ুন: ফব বিজেপির কাছে বিক্রি হয়েছে, পোস্টারে চাঞ্চল্য বারাসতে

বি আর আম্বেদকরের জন্মদিন উপলক্ষে বাঁকুড়ার প্রাণকেন্দ্র মাচানতলা থেকে লালবাজার পর্যন্ত দলিতদের নিয়ে মিছিল করেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকার। মাচানতলা থেকে হুড খোলা গাড়িতে চড়ে এই মিছিলে অংশ নেন সুভাষ সরকার। হঠাৎই তিনি নিজের হাতে তুলে নেন নিজেরই জুতো। হুডখোলা গাড়ির উপরেই ব্রাশ দিয়ে সেই জুতো পালিশ করতে শুরু করেন তিনি। আর পালিশ করার পরে সেই জুতো তুলে দিলেন গাড়ির চালকের হাতে। তাঁর দাবী নিষ্ঠার সঙ্গে কাজ করলে কোনও কাজই ছোটো নয়। বি আর আম্বেদকর দলিত ও অত্যন্ত নিম্নবর্গ থেকে উঠে এসে সংবিধান প্রণয়নের মতো মহান কাজ করেছিলেন। আম্বেদকরের স্বপ্ন আজ পূরণ করছেন নরেন্দ্র মোদি। বি আর আম্বেদকরের সেই ভাবনা মানুষের মধ্যে ছড়িয়ে দিতেই তিনি এদিন জুতো পালিশ করেছেন। নাটক বলে কটাক্ষ করে তৃণমূল (TMC) প্রার্থী অরূপ চক্রবর্তী বলেছেন, জনগনের জুতোতো আর পালিশ করেনি। উনার বাজার খুবই খারাপ তাই নিজের জুতো পালিশ করে উনি নাটক দেখাচ্ছেন।

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39