skip to content
Sunday, February 9, 2025
HomeScrollটলিগঞ্জে ফের পরিচালক বনাম টেকনিশিয়ান দ্বন্দ্ব
Tollywood

টলিগঞ্জে ফের পরিচালক বনাম টেকনিশিয়ান দ্বন্দ্ব

সৃজিত রায়ের নতুন সিরিয়াল সেট তৈরির কাজ আপাতত বন্ধ

Follow Us :

কলকাতা: ফের টলি পাড়ায় ডামাডোল। পরিচালক বনাম টেকনিসিয়ানদের শুরু হয়েছে দ্বন্দ্ব। যার জেরে পরিচালক সৃজিত রায়ের নতুন সিরিয়াল সেট তৈরির কাজ আপাতত বন্ধ। টেকনিসিয়ানদের অভিযোগ পরিচালক সৃজিত রায়ের করা কিছু মন্তব্য তাদের বিরুদ্ধে, তাই তিনি যদি টেকনিসিয়ানদের কাছে ক্ষমা না চান তাহলে আশঙ্কা করা হচ্ছে আগামীকাল থেকে বন্ধ হতে পারে টলি পাড়ার সমস্ত সিরিয়ালের শুটিং। জানুন বিস্তারিত…

 

Posted by Srijit Roy on Monday, February 3, 2025

 

আরও পড়ুন: বাঙালি চিত্র তারকাদের মাতৃবন্দনা, সরস্বতী পুজোর নস্টালজিয়ায় মুম্বই

ফের টলিপাড়ায় দেখা দিচ্ছে সিরিয়াল শুটিং বন্ধের আশঙ্কা। কারণ, ফের দেখা দিয়েছে পরিচালক বনাম টেকনিসিয়ানদের দ্বন্দ্ব। আর এবার পরিচালক সৃজিত রায়ের বিরুদ্ধে টেকনিসিয়ানদের অভিযোগ, যার জেড়ে ইতিমধ্যেই সৃজিত রায়ের নতুন সিরিয়াল সেট তৈরির কাজ বন্ধ করেছেন তারা। টেকনিসিয়ানদের অভিযোগ পরিচালক সৃজিত রায় টেকনিশিয়ানদের বিরুদ্ধে কথা বলেছিলেন আর তার জেরেই টেকনিসিয়ানরা বীম্মুখ তাঁর থেকে। কিন্তু কী মন্তব্য করেছিলেন? টেকনিসিয়ানদের অভিযোগ পরিচালক সৃজিত রায় ডিরেক্টর্স গিল্ড-ফেডারেশন ঝামেলার সময় টেকনিশিয়ান-বিরোধী কথা বলেছিলেন। আর যার জেরে টেকনিসিয়ানরা সৃজিতের প্রতি বিরক্ত। আর যার জেরে তাঁরা ইতিমধ্যেই সৃজিতের নতুন সিরিয়ালের সেটের কাজ বন্ধ করেছেন। পাশাপাশি, টেকনিসিয়ানদের স্পষ্ট দাবি যদি সৃজিত রায় তাদের কাছে ক্ষমা না চান তাহলে টেকনিসিয়ানরা আগামীকাল থেকে পূর্ণ কর্মবিরতির পথে হাঁটবেন, যার জেড়ে টলিপাড়ার সমস্ত শুটিং বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে। ইতিমধ্যেই এই বিষয় নিয়ে শুরু হয়েছে দফায় দফায় আলোচনা পর্ব।

দেখুন অন্য খবর

RELATED ARTICLES

Most Popular