রূপম রায়, নদিয়া: নদিয়ায় জগদ্ধাত্রী পুজোর নিরঞ্জনে পুলিশের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে চলল গদা প্রদর্শনী। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। সেইসঙ্গে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে।
নদিয়ার কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর প্রশাসনিক বৈঠকে কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিত কুমার জানিয়েছিলেন, এবছর জগদ্ধাত্রী পুজোর নিরঞ্জনে নির্দেশিকায় কোনও রকম গদা, লাঠি এই সমস্ত নিয়ে যাওয়া যাবে না।
আরও পড়ুন:২৪ ঘণ্টার মধ্যে নিম্নচাপ তৈরি হবে, রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি
কিন্তু পুলিশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে স্বমহিমায় কৃষ্ণনগরের রাজপথে একাধিক পুজো কমিটি করল গদা প্রদর্শনী। তবে দু একটি পুজো কমিটির গদা প্রদর্শনী বন্ধ নিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে। কয়েকটি ক্ষেত্রে পুলিশ লাঠিচার্জ করতেও বাধ্য হয়। রীতিমতো নিজেদের কার্যসিদ্ধি করতেই এরকম গদা প্রদর্শনী বলে মনে করছে কৃষ্ণনগরবাসী।
প্রসঙ্গত গণেশ চতুর্থী থেকে জগদ্ধাত্রী পুজোর প্রথম দিনের নিরঞ্জন সব ক্ষেত্রেই পুলিশের সঙ্গে কোন সময় ধস্তাধস্তি কোন সময় পুলিশের লাঠিচার্জ বরাবরই লক্ষ্য করার গেছে কৃষ্ণনগরের নিরঞ্জন যাত্রায়। পুলিশের নিয়ম নীতির তোয়াক্কা না করে কেন এই ধরনের আচরণ পুজো কমিটিগুলির? কার মদতে এই ধরনের কাজ হচ্ছে তা নিয়ে উঠেছে প্রশ্ন।
দেখুন অন্য খবর: