skip to content
Saturday, July 27, 2024

skip to content
HomeScrollআমাকে কি অগ্নিপরীক্ষা দিতে হবে, প্রশ্ন কুণালের
Kunal Ghosh

আমাকে কি অগ্নিপরীক্ষা দিতে হবে, প্রশ্ন কুণালের

ডেরেককে কুইজ মাস্টার বলে আক্রমণ তৃণমূল নেতার

Follow Us :

কলকাতা: কুণাল ঘোষকে (Kunal Ghosh) দলের সাধারণ সম্পাদকের পদ থেকে সরানোর চিঠিতে তৃণমূল (TMC) সাংসদ ডেরেক ও ব্রায়েন (Derek O’ Brien) কার্যত সংবাদমাধ্যমকে হুমকি দিলেন। ওই চিঠিতে লেখা হয়েছে, এখন থেকে দলের সদর দফতর থেকে যে বিবৃতি বা বক্তব্য জানানো হবে, সেটাই তৃণমূলের সরকারি অবস্থান। তাঁর বক্তব্যের সঙ্গে দলের কথা এক করে দেখালে সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হতে পারে দলকে।

প্রসঙ্গত, কুণাল প্রায়ই বাড়ি থেকে কিংবা তাঁর কর্মস্থল থেকে সাংবাদিক বৈঠক করে বিভিন্ন বিষয়ে দলের কথা তুলে ধরেন। এমনকী অনেক রাতেও তিনি সংবাদমাধ্যমকে দলের বক্তব্য জানাতে দ্বিধা করেন না। বুধবার রাতে কুণাল নিজেই সে কথার উল্লেখ করে বলেন, আমি আমার রাজনৈতিক শত্রুদের বিরুদ্ধে জোর গলায় কথা বলি। অনেকে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে নরম নরম কথা বলে থাকেন। আমি বুঝতে পারলাম না, কী অপরাধ করেছি। তাঁর প্রশ্ন, আমাকে কি আজ অগ্নিপরীক্ষা দিতে হবে?

আরও পড়ুন: তৃণমূলের পদ খুইয়ে বিস্ফোরক কুণাল

ডেরেকের ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, কুণাল সম্প্রতি যে সব কথা বলেছেন, সেগুলি তাঁর ব্যক্তিগত মতামত। সেই সব মন্তব্য দলের বক্তব্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। কুণালের সাধারণ সম্পাদকের পদ চলে যাওয়ায় বিজেপি, সিপিএম তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, কুণালের চাকরি চলে গিয়েছে। উল্লেখ্য, কুণাল বিরোধী দলনেতার সম্পর্কে যা খুশি তাই বলতেন। কখনও কখনও ছাপার অযোগ্য ভাষাও ব্যবহার করতেন। এদিন তিনি বলেন, আমি দেখছি, আমার পদ যাওয়ায় আমার শত্রুরা বেশি খুশি হয়েছেন।

আরও খবর দেখুন 

RELATED ARTICLES

Most Popular