Friday, July 4, 2025
HomeScrollপিতৃপক্ষে শ্রীভূমি থেকে উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী
Mamata Banerjee

পিতৃপক্ষে শ্রীভূমি থেকে উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী

পুজোর উদ্বোধনে কি বার্তা দিলেন মুখ্যমন্ত্রী?

Follow Us :

কলকাতা: রাত পোহালেই মহালয়া। একপক্ষ কাল ধরে চলি পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা। তারপর দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু। মহালয়ার (Mohalaya) আগেই কলকাতার অন্যতম বড় পুজো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের (Sree Bhumi Sporting Club) দুর্গাপুজোর (Durga Ouja 2024) ‘সূচনা’ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পুজোর সূচনা করে শ্রীভূমিতে ঢাক বাজালেন মুখ্যমন্ত্রী। যশোর রোডের ট্রাফিক যাতে স্বাভাবিক থাকে, তা নিয়ে ফের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: ন্যাশনাল মেডিক্যালের চক্ষু বিভাগে ভয়াবহ আগুন

প্রতি বছর মহালয়া থেকে মুখ্যমন্ত্রী পুজোর উদ্বোধন করেন। এবছর তার আগেই উৎসবের সূচনা হয়ে গেল। মঙ্গলবার বিকেলে শ্রীভূমিতে যান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সকলকে উৎসবে শুভেচ্ছা জানান। বললেন, পিতৃপক্ষে মায়ের পুজোর উদ্বোধন হয় না। ধর্ম, শাস্ত্র এসব আমিও কিছুটা জানি। আজ থেকে উৎসবের সূচনা হয়ে গেল। পাশাপাশি বন্যা পরিস্থিতির কথাও উল্লেখ করলেন। তিনি বললেন, এবার উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে বন্যা হয়েছে। আমি ত্রাণ দেওয়া থেকে শুরু করে সব করেছি। সবটাই রাজ্য সরকারের পক্ষ থেকে করার চেষ্টা করেছি। উৎসবের পাশাপাশি বন্যাদুর্গত মানুষদের সাহায্যের কথা ভুললে চলবে না। এখনও যাঁরা ত্রাণশিবিরে, তাঁদের জন্য শুকনো খাবারের প্যাকেট দিতে হবে, যাতে খাবারের অভাব না ঘটে। মুখ্যমন্ত্রী বলেন, ‘লক্ষ লক্ষ মানুষ আসেন এই পুজো দেখতে। আমি বলব, ট্রাফিক যেন ব্যাহত না হয়। আগেরবার খুব নজর দিয়েছিলেন, এবারও নজর দেবেন।

দেখুন ভিডিও

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39