নয়াদিল্লি: ইডির (ED) নিশানায় বিহারের (Bihar) মুখ্যমন্ত্রী তথা জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমার (Nitish Kumar)? যেভাবে নীতীশ ঘনিষ্ঠ সরকারি অধিকারিককে টার্গেট করছে ইডি তাতে সেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিহার রাজনীতিতে। অনেকে এও বলছেন কেন্দ্রে নীতীশ কুমারের ভরসায় সরকার গড়া নরেন্দ্র মোদি আসলে চাপে রাখতে চাইছে নীতীশকে। কারণ নীতীশের দাবি মতো বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দেয়নি কেন্দ্র সরকার। তাতে নীতীশ অসন্তুষ্ট বলে মনে করা হচ্ছে। সম্প্রতি নীতি আয়োগের বৈঠকেও যোগ দেননি নীতীশ। তাই চাপ বাড়ানো হচ্ছে। বিরোধীদের বক্তব্য, এটা করা হচ্ছে যাতে ব্ল্যক মেল করে নীতীশকে জোটে রাখা যায়।
ইতিমধ্যে ইডি নীতীশ ঘনিষ্ঠ সরকারি আধিকারিক আইএএস অফিসার সঞ্জীব হংসের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে। তাঁর সঙ্গে যুক্ত থাকা লোকেদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিষয়টিকে ভালোভাবে নিচ্ছে না জেডিইউ। আরজেডি এবং কংগ্রেস বলতে শুরু করেছে এনডিএর মধ্যে ভাঙন এখন সময়ের অপেক্ষা। ২০২২ সালে অগাস্ট মাসে এনডিএ ছেড়েছিলেন নীতীশ। তিনি যে কোনও সময় এনডিএ ছাড়তে পারেন। এমনকী এই অগাস্টেও সেই ঘটনা ঘটতে পারে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত মুখ খুলতে দেখা যায়নি নীতীশকে। (কলকাতাটিভি অনলাইন অবশ্য এই খবরের সত্যতা যাচাই করেনি।)
আরও পড়ুন: ইজরায়েলে প্রবাসী ভারতীয়দের সতর্ক করল ভারতীয় দূতাবাস
আরও খবর দেখুন