নয়াদিল্লি: মধ্যবিত্তের আশা ভরসায় ভারসাম্য রক্ষা করে বাজেট (Budget 2025-2026) পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Union Finance Minister Nirmala Sitharaman) । একাধিক ক্ষেত্রে অর্থ বরাদ্দ করলেও বহু জায়গা উপেক্ষিতই থেকে গেল।
কেন্দ্রীয় বাজেটে ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেটেও পর্যটনের (Tourism) উপর গুরত্ব উপর গুরত্ব দেওয়া হয়েছে।
আরও পড়ুন: বাজেট ২০২৫-২৬: কমল গ্যাসের দাম, ৩৬টি জীবনদায়ী ওষুধে উঠে গেল শুল্ক
বিশেষত দেশের বিভিন্ন প্রান্তে হোম স্টেগুলির (Home stay) শ্রীবৃদ্ধি মুদ্রা লোনের ( Mudra Loans)
আওতায় আনা, ৫০ টি পর্যটন কেন্দ্রের উন্নয়ন, চিকিৎসা পর্যটন বা মেডিক্যাল ট্যুরিজমে জোর দেওয়া হয়েছে।
আর্থিকভাবে পিছিয়ে পড়া স্বাবলম্বী করে ব্যবসার স্বার্থে মুদ্রা লোনের সুবিধা আগেই ছিল কেন্দ্রের । সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ মেলে অতি সুলভে। ঋণ পরিশোধের ক্ষেত্রেও একাধিক সুবিধা রয়েছে মুদ্রা লোন প্রকল্পে। বিভিন্ন পর্যটনস্থলে হোম স্টে গুলির বিকাশও এবার থেকে মুদ্রা লোনের আওতায় চলে এল।
দেশের ৫০টি পর্যটন কেন্দ্রকে ঢেলে সাজানো হয়েছে। এবছরের বাজেটে জোর দেওয়া হয়েছে বৌদ্ধবিহারগুলির পর্যটনে। বিহারের পাটনা, বুদ্ধগয়ার মতো ভ্রমণ ক্ষেত্রগুলিতে বাড়তি নজর দেবে কেন্দ্র।
দেখুন অন্য খবর: