দুর্গাপুর: লোকসভা নির্বাচনের (Lok Sabha Elections 2024) আগে দলের মধ্যে যেমন গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট হচ্ছে। নতুন দায়িত্বভার নিয়ে দুর্গাপুরে (Durgapur) বিস্ফোরক বিশ্বনাথ পাড়িয়াল (Biswanath Parial)। তিনি বলেন, আমি দাদা ভাইয়ের দল করি না মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দল করি। বাঁকুড়া পুরুলিয়া যাওয়ার আগে দুর্গাপুরে সার্কিট হাউসে এসে গুরুত্বপূর্ণ বৈঠক করে রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বিধানসভার দায়িত্ব দেন বিশ্বনাথ পাড়িয়ালকে।
দলে থেকে নগ্ন দলবাজিকে সাপোর্ট দিচ্ছে কোনও কোনও নেতা, আমি দাদা ভাইয়ের দল করিনা, দলের একাংশর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য সদ্য দায়িত্ব পাওয়া দুর্গাপুর পশ্চিম বিধানসভার দায়িত্বপ্রাপ্ত সংগঠনিক নেতা প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বনাথ পাড়িয়ালের।লোকসভা নির্বাচনের আগে দলকে দুর্বল করার কাজে নেমেছে কেউ কেউ, মন্তব্য প্রাক্তন বিধায়কের। বিড়ম্বনায় শাসক শিবির। নাম না করে রাজ্যের এক মন্ত্রীর উদ্যেশে দুর্গাপুর পশ্চিমের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বনাথ পারিয়াল বলেন, আমি দাদা ভাইয়ের দল করি না আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি, তাই দলকে শক্তিশালী করার বদলে দলের ভেতরে থেকে দলের সুপ্রিমর নির্দেশকে উপেক্ষা করে দলকে দুর্বল করতে চাইছে যারা ফল লোকসভা নির্বাচনে দলকেই ভোগ করতে হবে, বিস্ফোরক মন্তব্য তৃণমূলের প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পাড়িয়ালের।
আরও পড়ুন: হাসপাতালে রোগীকে শ্লীলতাহানির অভিযোগ
ঘটনার সূত্রপাত শনিবার। প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়ির দোরগোড়ায় থাকা একটি বেসরকারি কারখানা ও রাষ্ট্রয়ত্ত একটি গ্যাস বটলিং প্লান্টের কর্তৃপক্ষের সাথে কথা বলতে যান জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি মন্ত্রী মলয় ঘটকের ভাই অভিজিৎ ঘটক, শ্রমিক স্বার্থ সুরক্ষিত করা থেকে শুরু করে, নতুন বেতন চুক্তি কার্যকর এই দুটি বিষয় নিয়ে দুই সংস্থার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি অভিজিৎ ঘটক।
এই দুটি সংস্থার তৃণমূল শ্রমিক ইউনিয়ন আগে দেখতেন বিশ্বনাথ পাড়িয়াল। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া ও পুরুলিয়া সফরকালীন, দুর্গাপুর সার্কিট হাউসে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে দুর্গাপুর পশ্চিমের প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পাড়িয়ালকে দুর্গাপুর পশ্চিম বিধানসভার সাংগঠনিক দায়িত্ব দেন। আর রবিবার জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি অভিজিৎ ঘটক যে দুটি সংস্থার কর্তাদের সঙ্গে কথা বলতে যান সেটি এই বিধানসভার মধ্যেই পড়ে, তাকে আমন্ত্রণ না জানিয়েই কেন জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি অভিজিৎ ঘটক চলে গেলেন তা নিয়ে প্রশ্ন তোলেন বিশ্বনাথ পাড়িয়াল।
বিশ্বনাথ বলেন, কেন সুপ্রিমোর নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি চলে গেলেন,আর সেই প্রসঙ্গেই বিস্ফোরক মন্তব্য করে বসেন বিশ্বনাথ বলেন দাদা ভাইয়ের দল নয় এটা, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, আসলে নগ্ন দলবাজি আর দলে থেকে দলকে লোকসভা নির্বাচনের আগে দুর্বল করার চক্রান্ত শুরু হয়েছে,দলের সর্বস্তরে তিনি এই অভিযোগ করেছেন । কারখানার শ্রমিক ও দলের একটা বড় অংশ যখন এদের সঙ্গে নেই এরা কিভাবে শ্রমিক স্বার্থে কথা বলবেন সেই প্রশ্ন তুলেছে বিশ্বনাথ। যদিও বিড়ম্বনা এড়াতে জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি অভিজিৎ ঘটক বলেন, সবাইকে নিয়েই আমরা চলবো, আজ শ্রমিক স্বার্থে তারা কথা বলতে এসেছেন, এর মধ্যে ভুল নেই কিছু। সদ্য দায়িত্বপ্রাপ্ত দুর্গাপুর পশ্চিম বিধানসভার সাংগঠনিক নেতা দুর্গাপুর পশ্চিমের প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পাড়িয়ালের এমন বিস্ফোরক মন্তব্য লোকসভা নির্বাচনের আগে বেজায় বিড়ম্বনায় শাসক শিবির। লোকসভা ভোটের আগে এই ঘটনা নিয়ে দোলা চলে শাসক দল। যাকে আবার কটাক্ষ করেছে বিরোধী শিবির।
অন্য খবর দেখুন