ব্যারাকপুর: হাসপাতালে রোগীকে শ্লীলতাহানির (Molested Woman) অভিযোগ। হাসপাতালের এক কর্মীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বিএনবোস হাসপাতালে (BN Bose Hospital)। অস্ত্রপ্রচারের জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় রোগীকে। সেখানে রোগীর শ্লীলতাহানি করার অভিযোগ হাসপাতালে র এক কর্মীর বিরুদ্ধে। ঘটনাস্থলে টিটাগর থানার পুলিশ।
আরও পড়ুন: লোকসভা ভোটের আগে ফের ভাঙন বাম-কংগ্রেসে
রোগীর পরিবারের অভিযোগ, মদ্যপ অবস্থায় ওয়ার্ড বয়ের কাজে যোগ দিয়েছিলেন ওই কর্মী । তিনি বারংবার তাদের রোগীর গায়ে হাত দেয়। আলাদা করে রোগীকে একা ওই ওয়ার্ড বয় লিফটে নিয়ে যেতে চাইলে বার বার আপত্তি করে রোগী। এই বিষয়ে ইতিমধ্যে হাসপাতাল কর্তৃপক্ষকে অভিযোগ জানিয়েছেন রোগীর পরিবার। হাসপাতাল চত্বরে মাতালের উপদ্রপে নিরাপত্তাহীনতায় ভুগছে রোগীর পরিবারের লোকজন। পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত দেবেন্দ্র কামারকে আটক করে নিয়ে গেলে ফের উত্তজনার সৃষ্টি হয়। পুলিশের সামনেই রোগীর পরিজন মারধর করতে শুরু করে। পুলিশ সেখান থেকে উদ্বার করে থানায় নিয়ে যায়। এমনকি অভিযুক্তের ঘরেও ভাঙচুর করে রোগীর পরিজন। হাসপাতাল সুপারের কাছে, লিখিত অভিযোগ দায়ের করেছে রোগীর পরিবার। এই ঘটনার পর হাসপাতালে মহিলা রোগীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।
অন্য খবর দেখুন