কোচবিহার: অবৈধভাবে সরকারি গাছ কাটার (Illegal Cutting of Trees) অভিযোগ উঠল তৃণমূল বুথ সভাপতির (Trinamool booth president) বিরুদ্ধে। তুফানগঞ্জ ধলপল ২ নং গ্রাম পঞ্চায়েতের খাসবস এলাকার ঘটনা। তৃণমূল বুথ সভাপতির নেতৃত্বে অবৈধভাবে গাছ কেটে বিক্রি করছে। খবর পেয়ে স্থানীয় বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্যা হেমলতা রায় স্থানীয় লোকজন নিয়ে সেখানে গাছ কাটা বাধা দেয়। সেখানে গাছ রেখে পালিয়ে যায় তৃণমূল নেতারা।
আরও পড়ুন: দাদা ভাইয়ের দল করি না, বিস্ফোরক বিশ্বনাথ
গ্রাম পঞ্চায়েত সদস্যা হেমলতা রায় বলেন, খাসবস এলাকায় গ্রাম পঞ্চায়েতের ১৪ বিঘা জমি রয়েছে। সেখানে দুটো বড় দীঘি রয়েছে। দীঘির পাড়ে বেশ কিছু মূল্যবান গাছ ছিল। তৃণমূলের বেশ কিছু নেতা এসে গাছ গুলো কেটে নিয়ে গিয়ে বিক্রি করছেন অবৈধভাবে। গাছ কাটার আগে স্থানীয় গ্রাম পঞ্চায়েতে কোনো আলোচনা কিংবা বন দপ্তরের কোনো অনুমতি নেওয়া হয়নি। এদিন একটি সেগুন, একটি অর্জুন ও হেলেঞ্চা গাছ কাঁটা হয়েছে বলে তিনি দাবী করেন। যদিও এই বিষয়ে তৃণমূল পরিচালিত ধলপল ২ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতমী দাস বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখব।
অন্য খবর দেখুন
