মুম্বই: মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির (Anant Ambani) প্রাক বিবাহ অনুষ্ঠানে ডান্ডিয়া নাচলেন বিশ্বকাপ জয়ী ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। ধোনি মানেই আকর্ষণের কেন্দ্রবিন্দু। তিনিই জমিয়ে দিলেন অনুষ্ঠানে। জামনগরে হাজির রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব। সেখানে বিদেশি ক্রিকেটার ডোয়েন ব্র্যাভোর সঙ্গে নাচলেন ধোনি। উপস্থিত অভ্যাগতদের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে ধোনিকে।
২২ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। এবারও চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দেবেন ধোনি। প্রথম ম্যাচেই খেলা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। তার আগে ভিডিও প্রকাশ্যে এসেছে। তাতে ধোনিকে নাচতে দেখা গিয়েছে। জামনগরে এখন চাঁদের হাট। বিনোদন জগতের নক্ষত্ররা প্রায় সবাই হাজির। অমিতাভ বচ্চন, সলমন খান, শাহরুখ খান, আমির খান। হাজির সবাই।
আরও পড়ুন: জিনাত আমনের বায়োপিকে বাঙালি অভিনেত্রী
আরও খবর দেখুন