Placeholder canvas
HomeScrollআমহার্স্ট স্ট্রিট থানায় পিটিয়ে মারার অভিযোগ ঘিরে উত্তেজনা

আমহার্স্ট স্ট্রিট থানায় পিটিয়ে মারার অভিযোগ ঘিরে উত্তেজনা

কলেজ স্ট্রিটে অবরোধ, পুলিশের বিরুদ্ধে ক্ষোভ পরিবারের

কলকাতা: খোদ কলকাতায় পুলিশ হেফাজতে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ ঘিরে তুলকালাম কলেজ স্ট্রিটে। পরিবারের অভিযোগ, আমহার্স্ট স্ট্রিট থানায় (Amherst Street Police Station) অশোক সিংহ নামে ওই ব্যক্তিকে পিটিয়ে মারা হয়েছে। রক্তাক্ত অবস্থায় অশোককে মেডিক্যাল কলেজ হাসপাতালে (Calcutta Medical College Hospital) নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশের দাবি, চোরাই ফোন কেনার অভিযোগে অশোককে থানায় ডেকে আনা হয়েছিল। তাঁর মৃগী রোগ ছিল। থানায় অসুস্থ বোধ করায় ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন কলেজ স্ট্রিট অবরোধ করেন বুধবার সন্ধ্যায়। কে বা কারা থানায় ঘটনার একটি ভিডিও করে। সেটি ভাইরাল হয়ে যায়।

তাতে দেখা গিয়েছে, ওই ব্যক্তিকে ধরাধরি করে থানার পুলিশকর্মীরা বাইরে নিয়ে যাচ্ছেন। ওই ভিডিওতে এক মহিলাকে পুলিশের উদ্দেশে বলতে শোনা যায়, আপনারা পিটিয়েছেন। ওর কিছু হলে আপনাদের ছেড়ে দেওয়া হবে না। যদিও এই ভিডিওর সত্যতা কলকাতা টিভি ডিজিটাল যাচাই করেনি। পুলিশ জানিয়েছে, ময়না তদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

আরও পড়ুন: কলেজের হস্টেলে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার

বিজেপি নেতা এবং কলকাতা পুরসভার কাউন্সিলর সজল ঘোষ থানার ওসিকে ক্লোজ করার দাবি জানান। তাঁর আরও দাবি, ময়না তদন্ত করতে হবে কেন্দ্রীয় সরকারি হাসপাতালে। সজল বলেন, চোরাই ফোন কেনার কথা বলা হচ্ছে। পুলিশ কোনও এফআইআর করেনি কেন। বহুদিন পর শহর কলকাতায় থানার মধ্যে পিটিয়ে খুন করার অভিযোগ ওঠায় শাসকদল অস্বস্তিতে পড়েছে। তাদের বক্তব্য, তদন্ত শেষ না হলে আসল ঘটনা জানা যাবে না।

আরও অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular

Recent Comments