কলকাতা: সিভিক ভলান্টিয়ারদের গুন্ডামি থেকে পুলিশের জুলুমবাজি, অতিরিক্ত পণ্য বহন বন্ধ-সহ সাত দফা দাবিতে ৭২ ঘণ্টা ট্রাক ধর্মঘটের ডাক (72 Hour Truck Strike)। আগামিকাল বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ৭২ ঘণ্টা ধর্মঘটের ডাক দিল ফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটরস অ্যাসোসিয়েশন (Federation of West Bengal Truck Operators Association)। ট্রাক অপারেটরস অ্যাসোসিয়েশন ট্রাকের ওভারলোডিং, পুলিশি জুলুম, অবৈধভাবে ফাইন আদায়সহ ৭ দফা দাবিতে এই ধর্মঘটের ডাক দিয়েছে। এছাড়া পণ্য পরিবহনে ১৫ বছর থেকে কুড়ি বছর ট্রাকের বাতিলের মেয়াদ বাড়ানোর দাবি জানিয়েছেন ট্রাক মালিকেরা। ধর্মঘটের জেরে কলকাতায় পাইকারি বাজারে জোগানের ক্ষেত্রে টান পড়তে পারে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র আমদানি ও রফতানির ক্ষেত্রে সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
পুজোর মুখে রাজ্য জুড়ে এই ধর্মঘটের জেরে কলকাতায় অত্যাবশ্যক পণ্যের পাইকারি বাজারে জোগানের ক্ষেত্রে টান পড়তে পারে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসা ফল শাখ সবজি,আনাজ নির্মাণ সামগ্রী-সহ বিভিন্ন জিনিসের জোগানে টান পড়তে পারে বলে আশঙ্কা। সংগঠন অভিযোগ, দীর্ঘদিন ধরে অতিরিক্ত পণ্য বহন বন্ধের দাবি জানানো হলেও প্রশাসনের একাংশ ও ট্রাকচালক মদতে অসাধু চক্র কাজ করে চলেছে। ফলে বিভিন্ন ক্ষেত্রে এই অতিরিক্ত জিনিস বহনের রমরমা বন্ধ করা যাচ্ছে না। রাস্তা এবং যানবাহনের ক্ষতিও হচ্ছে। পথে পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের হাতে হেনস্থার মুখেও পড়তে হচ্ছে। ট্রাকমালিকেরা বহু ক্ষেত্রে ন্যায্য ভাড়া থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ।
আরও পড়ুন: আরজি কর আবহে মন্ত্রীদের সতর্ক বার্তা মুখ্যমন্ত্রীর
ফেডারেশনের সাধারণ সম্পাদক সজল ঘোষ জানান, দীর্ঘদিন ধরে অতিরিক্ত পণ্য বহন বন্ধের দাবি জানানো হলেও, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বীরভূম ও কোচবিহার জেলার কিছু ওয়ে ব্রিজে বেআইনি ভাবে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। ‘অবৈধ ভাবে’ ২৩৬ টাকা করে ট্রাকপিছু নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এর বিরুদ্ধে ৭২ ঘণ্টা ট্রাক ধর্মঘটের ডাক দিয়েছে।
অন্য খবর দেখুন