নয়াদিল্লি: পাঁচ বছরের একরত্তি জেগে রয়েছে। হাসপাতালের বেডে শুয়ে আছে সে। তার সঙ্গে কথা বলছেন চিকিৎসকেরা। আড্ডা দিচ্ছেন। এদিকে তার মস্তিষ্কে অস্ত্রোপচার চলছে। এরকমই নজিরবিহীন ঘটনা ঘটল দিল্লিতে। বিশ্বের সব থেকে কমবয়সি যার জেগে থাকা অবস্থায় ব্রেনে অপারেশন (Brain Surgery) হল। অস্ত্রোপচারের সময় ওই শিশুটি (Girl) যা সহযোগিতা করেছে তাতে মন্ত্রমুগ্ধ দিল্লি এইমসের (Delhi Aiims) ডাক্তারেরা। তার ব্রেন টিউমারের চিকিৎসা হয়েছে। যে ঘটনা শোরগোল ফেলে দিয়েছে চিকিৎসকমহলে।
এইমসের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, এই কাজের পিছনে অসাধারণ টিম ওয়র্ক ছিল। নিউরো অ্যানাস্থেশিয়া, নিউরোলজির টিম খুব ভালো কাজ করেছে। এই অস্ত্রোপচার শিশুটিকে বিশ্বব্যাপী সর্বকনিষ্ঠ হিসাবে চিহ্নিত করেছে। নিউরোসার্জিক্যাল অগ্রগতিতে এইমস (AIIMS) দিল্লি দক্ষতা দেখিয়েছে। সচেতনতাকে কাজে লাগিয়ে সফলভাবে একটি জাগ্রত ‘ক্র্যানিওটমি’ হয়েছে। নিউরো অ্যানেস্থেসিয়া এবং নিউরোরাডিওলজি দলগুলির চমৎকার টিমওয়ার্ক, সহায়তা ছিল। মস্তিষ্কের ক্ষতির ঝুঁকি কমাতে রোগীকে জাগ্রত করা হয়েছে।
আরও পড়ুন: কাল বামেদের ব্রিগেড, কত লোক হয় সেদিকেই নজর সবার