নয়াদিল্লি: কর্মক্ষেত্রে (Workplace) প্রযুক্তির (Technology) সমস্যার জন্য ৪০ শতাংশ কর্মচারী আগামী ছয় মাসের মধ্যে কাজ ছাড়তে চলেছেন ভারতে (India)। এরকমই একটি রিপোর্টে (Report) এই তথ্য উঠে এল। যা নিয়ে আলোড়ন পড়েছে। শুধু তাই নয়, কর্মক্ষেত্রে জেনারেটিভ এআই (AI) ও অটোমেশন (Automation) ব্যবহারের দাবি উঠল।
সফটওয়্যার প্রধান অ্যাডোবের মতে, উচ্চ নেতৃত্ব (৯৩ শতাংশ) এবং কর্মচারীরা (৮৭ শতাংশ) উভয়ই বিশ্বাস করে যে দুর্বল প্রযুক্তির সরঞ্জাম উত্পাদনশীলতাকে আঘাত করতে পারে। ভারতেও বেশিরভাগ শ্রমিক বলেছে যে প্রযুক্তির সহায়তা ব্যাপকভাবে তাঁদের চাকরির প্রস্তাব গ্রহণ করার সিদ্ধান্তকে প্রভাবিত করে।
আরও পড়ুন: কেন্দ্র পর্যাপ্ত সার না দেওয়ায় উদ্বিগ্ন নবান্ন
যখন কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) কথা আসে, তখন প্রায় ৯৮ শতাংশ ভারতীয় কর্মী বলেছেন জেনারেটিভ এআই খুব সহায়ক। ৯৪ শতাংশ বিশ্বাস করে যে তাদের কোম্পানিগুলি জেনারেটিভ এআই ব্যবহার করা উচিত, তবে ৬ শতাংশ এখনও দ্বিধায় রয়ে গেছে।
অ্যাডোব ইন্ডিয়ার ডিজিটাল মিডিয়া বিজনেসের প্রধান ও সিনিয়র ডিরেক্টর গিরীশ বালাচন্দ্রন বলেন, অটোমেশন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজের উপর যে পরিবর্তন করার ক্ষমতা রয়েছে তাকে খাটো করা যায় না। তাদের বিপ্লব ঘটানোর ক্ষমতা রয়েছে।
ওই রিপোর্টে আরও জানা গিয়েছে, ৯৪ শতাংশ কর্মী বিশ্বাস করেন, তাঁদের কোম্পানি জেনারেটিভ এআই ব্যবহার করা উচিত। যদিও বর্তমানে ৫৯ শতাংশ কোম্পানি এটা ব্যবহার করছে। এই সমীক্ষাতে ৬২৬ জন ডিরেক্টর বা তারও উপরে শীর্ষস্থানীয় আধিকারিক বা নেতৃত্ব ও ১৩৮৫ জন কর্মীর বক্তব্য নেওয়া হয়েছে।
আরও খবর দেখুন