তেল আভিভ : হিজবুল্লা যাকে একবার ধরে তার আর রক্ষে নেই। দুর্বার গতিতে এগিয়ে যায় তাদের মিশন। লক্ষ্যবস্তু স্থির, অভিনব কায়দায় শত্রুপক্ষকে ধরাশায়ী করে ইসলামিক স্বাধীনতাকামী এই গোষ্ঠী। এবার তাদের লক্ষ্য ইজরায়েলের হাইফা বন্দর নগরী ধ্বংস করা। ইজরায়েলের এই বড় সমুদ্র বন্দর দিয়ে পশ্চিমারা অস্ত্র পাঠায় প্যালেস্টাইনে হামলা করতে। তাই হাইফা বন্দরে মজুত থাকা ফাইটার জেট ও অন্যান্য যুদ্ধ সামগ্রী ধ্বংস করতে পারলে হিজবুল্লা তাদের লক্ষ্যে ৮০% সফল হবে। এবার সেই লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে হিজবুল্লা।
আরও পড়ুন: পাকিস্তানের রেল স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ! মৃত ২১, আহত ৫০-র বেশি
বৃহস্পতিবার একের পর এক সামরিক ঘাঁটিটে হামলা চালিয়েছে হিজবুল্লা। এদিন হাইফার ইলিয়াকিম সেনা ক্যাম্পে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। যেটা মূলত, ইজরায়েলি সেনা ক্যাম্প হিসেবে পরিচিত। এছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে তারা। একই দিনে ইয়ারুন শহরের উপর মারমুখী তাণ্ডব চালায় হিজবুল্লা। ঘটনায় হতাহত একাধিক আইডিএফ সেনা। এছাড়াও ইজরায়েলের সারাও, শামেলা, ডোভিভ অঞ্চলে হামলা চালায় হিজবুল্লা।
প্রসঙ্গত, মাসখানেকের বেশি সময় ধরে লেবাননের রাজধানী বেইরুট ও পার্শ্ববর্তী অঞ্চলে আগ্রাসন চালিয়ে চলেছে ইজরায়েলি সেনারা। তাদের এইন অভিযানে এ পর্যন্ত তিন হাজার লেবানিজ প্রাণ হারিয়েছে। মূলত, লেবানন ও গাজায় হত্যালীলা চালানোর প্রতিশোধ নিতে ইজরায়েলের উপর চড়াও হয়েছে হিজবুল্লার। আর হিজবুল্লার এই আঘাত ভুলতে পারবে না আইডিএফ সেনারা। স্বাধীনতাকামী এই গোষ্ঠীর সমরকৌশলে হতবাক গোটা বিশ্ব।
দেখুন আরও খবর: