অনেকসময় প্রয়োজনে অনেকেই হোটেল রুম ব্যাবহার করেন। তবে অনেকের জানা নেই, এই রুমগুলোতে হিডন ক্যামেরা বা লুকানো ক্যামেরা থাকে। যা থেকে আপনার গোপন মুহূর্তের ভিডিও ফাঁস হয়ে যেতে পারে বা আপনার সেই ভিডিও দিয়ে ব্ল্যাকমেল অবদি হতে পারে। কী করে বুঝবেন, হোটেল রুমে কোথাও ক্যামেরা লুকানো আছে? জানুন সেই তথ্য
আরও পড়ুন: সনকা হাসপাতালে মিলবে সব রকমের ক্যানসার চিকিৎসা
হোটেল রুমে ঢুকে অবশ্যই লাইট বন্ধ করে চারিদিক একবার ফোনের ফ্ল্যাশ লাইট ঘুরিয়ে দেখবেন। বিশেষ করে সিলিং ফ্যানের দিকে। ক্যামেরা অন করে ফ্ল্যাশ অন করে দেখবেন কোথাও লাল আলো ব্লিঙ্ক হচ্ছে কি না। সেই রুমে যদি কোনও অপ্রয়োজনীয় জিনিস থাকে, আসবাব বা অন্য কিছু দেখতে পান তাহলে সেটিকে ঢেকে দিন বা সরিয়ে ফেলুন। বেশিরভাগ সময় ইলেকট্রিক ডিভাইসের মধ্যে ক্যামেরা লুকানো থাকে। তাই সেগুলো ভালো করে পর্যবেক্ষণ করুন। কোনও স্পিকার বা এমন কিছু যেখানে ক্যামেরা আছে, সন্দেহ হলে অবশ্যই সেটি পর্যবেক্ষণ করুন। রুমে যদি কোনও আয়না থাকে তাহলে সেটিকেও দেখুন। বাথরুমের হুক বা হ্যাঙার ভাল করে পর্যবেক্ষণ করুন। ঘরের পর্দা থাকলে সেগুলো নাড়িয়ে দেখুন। সুউচ বোর্ডগুলো পর্যবেক্ষণ করুন।
আরও অন্য খবর দেখুন