মুম্বই: মহারাষ্ট্রে (Maharastra) সংরক্ষণ ইস্যুতে(Reservation issue) আওয়াজ তুলে আন্দোলনে নেমেছিলেন মারাঠা সমাজকর্মী মনোজ জারাঙ্গে(Monoj Jarange)। শিন্ডে সরকারকে হুঁশিয়ারি দিয়েছিলেন, তার দাবি মানা না হলে আমরণ অনশন চালাবেন তিনি।
টানা আন্দোলন, হুঁশিয়ারি, অনশন আন্দোলন শিন্ডে শিবিরে বিগত কয়েকমাস ধরে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিলেন। কিন্তু মনোজ জারাঙ্গের হঠাৎ ঘোষণা নির্বাচনে লড়বেন না তিনি। সোমবার সাংবাদিক বৈঠক করে তিনি জানিয়ে দিলেন মহারাষ্ট্র নিবার্চনে প্রতিদ্বিন্দ্বতা করছেন না তিনি। নিজের দলের প্রার্থীদের মনোনয়ন তুলে নিতে বলেছেন জারাঙ্গে।
মারাঠা সংরক্ষণ নিয়ে দিনের পর দিন, মাসের পর মাস আন্দোলন চালিয়েছেন মনোজ জারাঙ্গে পাটিল। এই ইস্যু নিয়েই এবার মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনেও লড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কিন্তু যখন শিয়রে ভোট হঠাৎ মনোজ জারাঙ্গে।
আরও পড়ুন: ডিজিটাল সুবিধা বোর্ড চালু হবে
সিদ্ধান্ত বদলে ফেললেন। বৈঠকে জারাঙ্গে বলেন, শুধুমাত্র মারাঠা ইস্যু নিয়ে নির্বাচনে লড়াই করতে চাই না। এক জাতির দাবি নিয়ে ভোটে লড়াই করে লোক হাসাতে চাই না। আমরা পিছিয়ে পড়া সম্প্রদায় নই। এটি গেরিলা যুদ্ধ।
প্রসঙ্গত, আজই মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ৬ আগস্ট জারাঙ্গে ঘোষণা করেছিলেন মারাঠা সংরক্ষণে আদায়ের জন্য নির্বাচনে লড়াই ছাড়া কোনও গতি নেই। জয় নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন তিনি। কিন্ত ঘোষণার চার মাসের মাথায় হঠাৎ সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে এলেন এই মারাঠা সমাজ কর্মী।
আগামী ২০ নভেম্বর মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। ফল প্রকাশ ২৩ নভেম্বর।
দেখুন অন্য খবর: