কলকাতা: চলছে নভেম্বর। পেরিয়েছে কালীপূজা, ভাইফোঁটা। সাধারণত, এই সময়ে বাঙালির দুয়ারে শীতের আগমন ঘটে যায়। সকাল-সন্ধ্যে হালকা ঠাণ্ডায় চাদর মুড়ি দিয়ে প্রাতঃভ্রমণে বেরিয়ে পড়েন অনেকেই। কিন্তু এবছর শীতের তেমন প্রভাব অনুভূত হচ্ছে না শহর কলকাতায়। এমনকি জেলার পারদ এখনও সেভাবে নিম্নমুখী হয়নি। এমন অবস্থায় শীত কবে আসবে, সেই নিয়ে অনেকেই চিন্তিত। আলিপুর আবহাওয়া দফতরের আগের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সামনের কয়েক দিনে তাপমাত্রা কমার ইঙ্গিত দেওয়া হয়েছিল। আশা ছিল, নতুন সপ্তাহের শুরুতেই পারদ পতন হতে পারে। তবে সেই পূর্বাভাসে পরিবর্তন এসেছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, এখনই তাপমাত্রার তেমন কোনও উল্লেখযোগ্য হ্রাস হবে না, বরং আগামী কয়েক দিনে উত্তরের বা দক্ষিণের কোনও জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রার বড় পরিবর্তন হবে না।
আরও পড়ুন: ফের কাঠগড়ায় এসএসকেএম হাসপাতাল! রাতভর স্ট্রেচারেই পড়ে রইলেন রোগী
কলকাতার আবহাওয়ার পূর্বাভাস
সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২.৬ ডিগ্রি বেশি। অন্যদিকে, রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় সামান্য বেশি। হাওয়া অফিস জানিয়েছে, সোমবার সকালেও শহরের কোথাও কোথাও হালকা কুয়াশা দেখা যেতে পারে। যদিও আজ বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সামগ্রিকভাবে আকাশ পরিষ্কার থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র শুষ্ক আবহাওয়া থাকবে বলে আশ্বাস দিয়েছেন আবহাওয়াবিদেরা। যদিও উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার কয়েকটি জায়গায় মঙ্গলবার এবং বুধবার সামান্য বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুরেও বুধবার কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এরপর থেকে রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। এই সময়ে দক্ষিণবঙ্গে শুষ্ক ও শান্ত আবহাওয়া থাকবে।
আরও পড়ুন: প্রভাব খাটিয়ে গৃহবধূকে ধর্ষণ! কাকদ্বীপ থেকে গ্রেফতার বিজেপির যুব নেতা
উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা কমার যে পূর্বাভাস দেওয়া হয়েছিল, তাও পরিবর্তিত হয়েছে। নতুন পূর্বাভাস অনুযায়ী, উত্তরে কোনও অঞ্চলে আগামী কয়েক দিনে সর্বনিম্ন তাপমাত্রায় উল্লেখযোগ্য হেরফের হবে না। তবে সকালের দিকে কিছু জায়গায় কুয়াশা দেখা যেতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।
দেখুন আরও খবর: