মুম্বই: তারিখ পে তারিখ ! আর তাঁর বার বার গরহাজিরা। এটাই ছিল মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডের মূল অভিযুক্ত সংসদ সদস্য প্রজ্ঞা সিং ঠাকুরের (Pragya Thakur) কর্মকাণ্ড। আদালতে তাঁর অনুপস্থিতিকে আর গ্রাহ্য করলেন না বিচারক। এবার বিস্ফোরণ কাণ্ডে প্রজ্ঞা সিং ঠাকুরের বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল মুম্বই আদালত (Mumbai Court)।
২০০৮ সালের এই বিস্ফোরণ কাণ্ডের পরিপ্রেক্ষিতে বিশেষ আদালতে চলা শুনানিতে গরহাজির থাকার কারণে জামিনযোগ্য পরোয়ানা জারি হল এই সংসদ সদস্য প্রজ্ঞার বিরুদ্ধে। এর আগেও শুনানিতে গরহাজির থাকার কারণে জামিনযোগ্য পরোয়ানা জারি হয়েছিল।
আরও পড়ুন: আমেরিকায় প্রথম হিন্দু গোয়েন্দা অধিকর্তা
কিন্তু নির্দিষ্ট ঠিকানায বদল হওয়ায় তা পৌঁছয়নি। সেই কারণে অভিযুক্তের আইনজীবীর দেওয়া নতুন ঠিকানায় পরোয়ানা পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
২০০৮ সালের ওই বিস্ফোরণে ছয় ব্যক্তির মৃত্যু এবং ১০০ জনেরও বেশি মানুষ আহত হন। মহারাষ্ট্রের নাসিক জেলার মালেগাঁও শহরে একটি মসজিদের কাছে মোটরসাইকেলের সঙ্গে বোমা রাখা ছিল। প্রথমে ঘটনার তদন্ত করে মহারাষ্ট্র এন্টি টেরোরিজম স্কোয়াড। কিন্তু ২০১১ সালে তদন্তের দায়িত্ব দেওয়া হয় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিকে (NIA)।
ভূপাল থেকে সংসদে নির্বাচিত ঠাকুর ছাড়াও ছয় জনের বিরুদ্ধে ইউএপিএ এবং আইপিসি অনুযায়ী সন্ত্রাসবাদ, চক্রান্ত এবং সম্প্রদায়িক শত্রুতা তৈরির অভিযোগ আনা হয়। প্রতিদিন ওই আদালতে মামলাটির শুনানি চলছে।
দেখুন অন্য খবর: