কলকাতা: ফের শিরোনামে যাদবপুর। বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) অধ্যাপকের রহস্যমৃত্যু। উত্তরাখণ্ডে বেড়াতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু বলে জানা গিয়েছে। হোটেলের বন্ধ ঘর থেকে অধ্যাপক মৈনাক পালের রক্তাক্ত দেহ। দরজা ভেঙে অধ্যাপকের উদ্ধার করেছে পুলিশ।
জানা গিয়েছে, দুই বন্ধুর সঙ্গে আলমোড়া গিয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওই অধ্যাপক। শনিবার ছিল ফেরার দিন। এদিন হোটেলেই মৃত্যু হয় তাঁর। ঘটনা প্রসঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য জানিয়েছেন, তিনি খবর পেয়েছেন। ঘটনাকে দুঃখজনক বলে উল্লেখ করেছেন তিনি।
আরও পড়ুন: লিঙ্গ সাম্যতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে বলতে নরওয়েতে ডাক অভিষেককে
এর আগেও উত্তরাখণ্ডে ঘুরতে গিয়ে ফিরে না আসার একাধিক ঘটনা ঘটেছে। অধিকাংশই দুর্ঘটনা। কখনও বাস উল্টে, কখনও ট্রেকিং করতে গিয়ে আর ফেরেনি কত মানুষ। এক্ষেত্রে ঠিক কী কারণে অধ্যাপকের মৃত্যু হয়েছে তদন্ত করছে পুলিশ।
অধ্যাপকের মৃত্যুকে কেন্দ্র করে উঠছে একাধিক প্রশ্ন। ঠিক কী কারণে মৃত্যু হয়েছে? দেহ রকাক্ত কেন ছিল? উত্তর মিলবে ময়নাতদন্তের পর। অধ্যাপকের মৃত্যুতে শোকের ছায়া ক্যাম্পাসে।
দেখুন আরও খবর: