কলকাতা: স্বামীর মঙ্গলকামনায় রীতি মেনে করবা চৌথ পালন করলেন সকলেই। বাদ যাননি বলিউড তারকারাও। এদিন ক্যাটরিনা কাইফ, প্রিয়াঙ্কা চোপড়া সহ অনেককেই করবা চৌথ পালন করতে দেখা যায়। অভিনেত্রী ক্যাটরিনা কাইফ (Katrina Kaif Celebrates Karwa Chauth) এর স্যোশাল মিডিয়ার পেজে চোখ রাখলেই দেখা যাচ্ছে, পরিবারের সঙ্গে কাটানো করবা চৌথের বিশেষ মুহূর্তের ছবি। শাশুড়ির একেবারে নয়নমণি হয়ে উঠেছেন অভিনেত্রী। করবা চৌথের পোস্টেও তার প্রমাণ পাওয়া গেল। স্বামীর মঙ্গলকামনায় রীতি মেনে করবা চৌথ পালন করলেও ক্যাট।
শাশুড়ি ভিনা কৌশলের সঙ্গে ক্যাটরিনা তাঁর সুখী গৃহকোণের ছবি ধরা পড়ল অভিনেত্রীর পোস্টে। ছবিতে দেখা যাচ্ছে ক্যাটরিনার গাল ছুঁয়ে আদর করছেন ভিকির মা। সেখানে কোথাও তাঁকে তাঁর শাশুড়ি আশীর্বাদ করছেন। কোথাও তাঁরা গোটা পরিবার অর্থাৎ তিনি, ভিকি কৌশল এবং অভিনেতার বাবা মা এক ফ্রেমে ধরা দিয়েছেন।
View this post on Instagram
আরও পড়ুন: কোরিওগ্রাফার রেমো ডিসুজার বিরুদ্ধে ১১ কোটি প্রতারণার অভিযোগ
প্রিয়াঙ্কা চোপড়ার করওয়া চৌথ
শুধু ক্যাট নয় সূদূর মার্কিন মুলুকে থাকলেও দেশের আচার-রীতি ভোলেননি প্রিয়াঙ্কা (Priyanka Chopra Celebrates Karwa Chauth)। রবিবার রাতে লন্ডনে রীতি মেনে করবা চৌথ পালন করলেন প্রিয়াঙ্কা চোপড়া। স্বামী নিকের দীর্ঘায়ু কামনা করে উপোস করেছিলেন প্রিয়াঙ্কা। মার্কিন মুলুকের রাতের আকাশে চাঁদ দেখে তবেই স্বামীর হাত থেকে জল পান করে উপোস ভাঙলেন দেশি গার্ল। করবা চৌথের বিশেষ মুহূর্তে ছবি পোস্ট করেন প্রিয়াঙ্ক। দেখা যাচ্ছে নিকের হাত থেকে জল খাচ্ছেন তিনি। অভিনেত্রীর হাতে করা ছোট্ট মেহেন্দিও দেখা গিয়েছে ছবিতে। পাশে রয়েছেন নিকও।
View this post on Instagram
অন্য খবর দেখুন