কলকাতা: রাজ্যে চার বিধানসভা উপনির্বাচনে (Assembly By Election) প্রার্থী ঘোষণা করল তৃণমূল (TMC)। নির্বাচন হবে ১০ জুলাই। রায়গঞ্জ থেকে প্রার্থী করা হয়েছে কৃষ্ণ কল্যাণীকে। এই কেন্দ্রে বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী তৃণণূলের টিকিটে লোকসভায় রায়গঞ্জে প্রার্থী হয়েছিলেন। রানাঘাট দক্ষিণ থেকে প্রার্থী করা হয়েছে মুকুটমণি অধিকারীকে। এই কেন্দ্রের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী তৃণমূলের টিকিটে রানাঘাট লোকসভা আসনে প্রার্থী হয়েছিলেন। মানিকতলায় প্রার্থী সুপ্তি পাণ্ডে। এই কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডের মৃত্যুতে শূন্য হয় এই কেন্দ্রটি। সেখানে সাধন পাণ্ডের স্ত্রীকে প্রার্থী করা হয়েছে। বাগদা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে মধুপর্ণা ঠাকুরকে। তিনি তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের মেয়ে। তৃণমূলের প্রার্থী তালিকা থেকে বাদ পড়লেন বাগদার প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস। তিনি বিজেপির বিধায়ক ছিলেন। তৃণমূলের টিকিটে বনগাঁ কেন্দ্রে লোকসভার প্রার্থী হয়েছিলেন।
(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন। পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন। অতি দ্রুততার সঙ্গে এবং সঠিক খবর আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি এবং বিস্তারিত ঘটনা জানাই। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে। কলকাতা টিভি সম্পূর্ণ নির্ভুল তথ্যতে বিশ্বাসী, সেই কারণে নির্ভুল এবং সঠিক খবর আপনাদের কাছে যথাযথ ভাবে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। এখন কলকাতা টিভি অনলাইনে আপনি খবর শুনতেও পাবেন। খবর শোনার জন্য আমাদের পডকাস্ট নিউজ-‘পডকা’-তে ক্লিক করুন।)